Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৫

চলমান প্রকল্প সমূহ

মহিলা বিষয়ক অধিদপ্তরের (চলমান) উন্নয়ন প্রকল্প সমূহের তালিকাঃ-

০১।    নিম্নবিত্ত ও  মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মহিলাদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচী।

০২।    শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী উর্ধ্বমূখী সম্প্রসারণ।

০৩।   ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশু ও মহিলা কার্ডিয়াক ইউনিট স্থাপন।

০৪।    খাদ্য ও জীবিকার  নিরাপত্তা প্রকল্প (FLS)।

০৫।    নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোষ্টেল কাম ট্রেনিং সেন্টার স্থাপন।

০৬।    কর্মরত মহিলা গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য হোষ্টেল নির্মাণ,বড় আশুলিয়া,সাভার, ঢাকা।

০৭।    এ্যাডভান্সমেন্ট এন্ড প্রমোটিং উইমেন্স রাইট্স।

০৮।    ভকেশনাল ট্রেনিং ফর উইমেন  ওয়াকার্স ইন আরএমজি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ।

০৯।    জেনারেশন ব্রেক থ্রু’’ এ মাল্টি প্রঙ্গ্ট এপ্রোচ টু বিল্ডিং হেলদি রিলেশনশিপ ফর প্রাইমারি প্রিভেনশন অফ জেন্ডার বেইজ্ড ভায়লেন্স এন্ড মিটিং এসআরএইচআর নিড্স অফ এডোলেজেন্স            ইন বাংলাদেশ।

১০।    পঞ্চাশ শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিস, এন্ডোক্রিন ও মেটাবলিক হাসপাতাল স্থাপন, উত্তরা,ঢাকা।

১১।    সোনাইমুড়ী, কালীগঞ্জ, আড়াইহাজার ও মঠবাড়ীয়া উপজেলায় ট্রেনিং সেন্টার ও হোষ্টেল নির্মাণ।