কেয়া খান
মহাপরিচালক (গ্রেড - ১ )
মহিলা বিষয়ক অধিদপ্তর
কেয়া খান ১১ ডিসেম্বর, ২০২৩ তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসাবে যোগদান করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের পূর্বে তিনি অর্থ মন্ত্রণালয়ের ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগে’ অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৬৬ সালের ২১ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত ওয়াহিদুর রহমান এবং মাতা শামসুন নাহার বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (বিএসএস) (সম্মান) এবং স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে লোকপ্রশাসন বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।
কেয়া খান ১৩তম ব্যাচের বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে যোগদান করেন এবং মাঠ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর তিনি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক রেজিষ্ট্রি অফিসে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও জেনারেল সার্টিফিকেট অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও উপসচিব, শিল্প মন্ত্রণালয়ে উপসচিব ও যুগ্ম সচিব এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থায় “তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)” প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশে ও দেশের বাহিরে তিনি নানা ওয়ার্কসপ, প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী ।