Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০১৫

শিশু দিবাযত্ন কেন্দ্র

১।

প্রকল্পের নামঃ

 

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচি প্রকল্প।

২।

প্রকল্প ব্যয়ঃ

 

১৫৬০.৫০ লক্ষ টাকা।

৩।

অর্থের উৎসঃ

 

বাংলাদেশ সরকার।

৪।

প্রকল্পের অবস্থানঃ

 

মোট ১১টি শিশু দিবাযত্ন কেন্দ্র। তন্মধ্যে নিম্নবিত্ত শ্রেণীর কর্মজীবী মায়েদের শিশুদের জন্য ০৭টি এবং মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মায়েদের শিশুদের জন্য ৪টি কেন্দ্র রয়েছে।

৭টি নিম্নবিত্ত ডে-কেয়ার সেন্টারঃ বাড্ডা, আদাবর, ডেমরা, গাবতলী, মিরপুর-১০, জিগাতলা ও সাভার।

৪টি মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারঃ  রাজারবাগ, নাখালপাড়া, উত্তরা ও পরিকল্পনা কমিশন চত্বর।

৫।

বাস্তবায়নকালঃ

 

জুলাই ২০০৯ হতে  জুন ২০১৬ পর্যন্ত।

 

৬।

প্রকল্পের/কার্যক্রমের  উদ্দেশ্যঃ

 

প্রকল্পের মূল উদ্দেশ্যঃ

নিম্নবিত্তঃ নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের ছোট সন্তানদের (৬ মাস থেকে ৬ বছর বয়স) নিরাপদ দিবাকালীন সেবা প্রদান করা।

মধ্যবিত্তঃ মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত কর্মজীবী মায়েদের ছোট সন্তানদের (৬ মাস থেকে ৬ বছর বয়স) নিরাপদ দিবাকালীন সেবা প্রদান করা।

           

সুনির্দিষ্ট সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলীঃ

ক) নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত কর্মজীবী মায়েদের ছোট সন্তানদের দিবাকালীন সেবা প্রদানের মাধ্যমে মায়েদের স্ব-স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দান।

খ) শিশুদের যথাযথ শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সুষম খাবার প্রদান, ইপিআই প্রতিষেধক সহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রাক-স্কুল শিক্ষা প্রদান এবং ইনডোর খেলধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা।

৭।

লক্ষমাত্রাঃ

 

২০০৯-২০১০ অর্থ বছর হতে এ পর্যন্ত ৩০১৭ জন শিশুকে সেবা প্রদান করা হয়েছে এবং প্রায় সমসংখ্যক মা উপকৃত হয়েছেন।

 

 

৮। প্রকল্পটি ২০০৯-২০১০ অর্থ বছরে শুরু হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ১৫৬০.৫০ লক্ষ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরে বরাদ্দ রয়েছে ৩৩১.২৩ লক্ষ টাকা। মার্চ ২০১৫ পর্যন্ত খরচ হয়েছে ২১৫.৬৩ লক্ষ টাকা।