Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০২২

প্রাতিষ্ঠানিক সুবিধাদি ও সেবা প্রদান

প্রাতিষ্ঠানিক সুবিধাদি  সেবা প্রদান:

 

 

কর্মজীবী মহিলাদের আবাসনসেবা:   

অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অধিকহারে সম্পৃক্ত করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত কর্মজীবী মহিলা হোস্টেলের মাধ্যমে কর্মজীবী নারীদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও অস্থায়ী আবাসন সুবিধা প্রদান করা হচ্ছে। গার্মেন্টসে কর্মরত মহিলা শ্রমিকদের জন্য নির্মিত (১টি) হোস্টেলসহ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সারাদেশে ০৮টি কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী মহিলা হোস্টেলসমূহ ঢাকা এর নীলক্ষেত, খিলগাঁও, মিরপুর-১, সাভারের বড় আশুলিয়া এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও যশোর এ অবস্থিত। ০৮টি কর্মজীবী মহিলা হোস্টেলের মোট সিট সংখ্যা: ১৭৫৩টি।

 

ক্র: নং

হোস্টেলের নাম; অবস্থান; ফোন নম্বর

ও ই-মেইল আইডি

সিট সংখ্যা

হোস্টেল সুপার/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার

নাম; পদবী ও মোবাইল নম্বর

.

নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল;

বাবুপুরা; নীলক্ষেত; ঢাকা।

ফোন: ০২-৫৮৬১৫৮৫২

e-mail: hostelnilkhet@gmail.com

৫২০টি

(৫০৩ বোর্ডার+১৭ গেস্ট সিট)

সাবেকুন নাহার;

মূলপদ: উপপরিচালক

   মোবাইল-০১৭৫৭৪০৭৩৩২

.

নওয়াব ফয়জুনন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল;

টোলারবাগ ২নং গেইট; মিরপুর-১; ঢাকা।

ফোন: ০২-৫৮০৫৬২৬৯

e-mail: mkmhostel@gmail.com

১৬০টি

(১৫৪ বোর্ডার+৬ গেস্ট সিট)

ছামিনা হাফিজ

  মোবাইল-০১৭১৫১২৬০০১

 

.

বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল;

ব্লক#এ; প্লট#৭; খিলগাঁও, ঢাকা।

ফোন: ০২-৪৭২১৯৮৯৫

e-mail: brkm.hostel@yahoo.com  

২১০টি

(২০০ বোর্ডার+১০ গেস্ট সিট)

রাহেনুর বেগম

মূলপদ: সহকারী পরিচালক

মোবাইল-০১৭১২০৬০৪৬৫ 

.

গার্মেন্টস কর্মজীবী মহিলা হোস্টেল;

বড় আশুলিয়া; সাভার; ঢাকা।

ফোন: .........................

e-mail: ashuliahostel@gmail.com

৩৯৬টি

(গেস্ট সিট নাই)

শাহিদা আক্তার

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

মূলপদ: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

মোবাইল-০১৬৭৪০২৭৭৪৫

.

কর্মজীবী মহিলা হোস্টেল;

চান্দগাঁও আবাসিক এলাকা; চট্টগ্রাম।

ফোন: ০৩১-৬৭২৪৫৫

e-mail: dwactghostel@gmail.com

২২১টি

(২১৫ বোর্ডার+৬ গেস্ট সিট)

 

রোকেয়া বেগম

মূলপদ: সহকারী পরিচালক

   মোবাইল-০১৭১১৮২৫১৬৪                                   

.

কর্মজীবী মহিলা হোস্টেল;

বয়রা; খুলনা।

ফোন: .........................

e-mail:dwaokhulna@gmail.com

৭০টি

 (গেস্ট সিট নাই)

নবনীতা দত্ত

মোবাইল-০১৭১৬২৪৫৩৮৮

.

কর্মজীবী মহিলা হোস্টেল;

বিলসিমলা; রাজশাহী।

ফোন: ০৭২১-৬৭০৩৩১

e-mail: kmh.dwa.rajshahi@gmail.com

১৩২টি

(১২০ বোর্ডার+১২ গেস্ট সিট)

 

ফেরদৌস রাবিয়া

মোবাইল-০১৭৫৮৫০৭৭০৭  

৮.

কর্মজীবী মহিলা হোস্টেল;

ভোলা; ট্যাংক রোড; যশোর।

ফোন: .........................

e-mail:dwaojessore@gmail.com

৪৪টি

 (গেস্ট সিট নাই)

আনিছুর রহমান

মূলপদ: উপপরিচালক, যশোর

হোস্টেল সুপার (অ:দা:)

মোবাইল-০১৭৯১১১৫০৭৭৮

 

 

মোট সিট সংখ্যা:

১৭৫৩টি

 

 

কর্মজীবী মহিলা হোস্টেলে সিটপ্রাপ্তি সংক্রান্ত তথ্যাবলী:

 

  • সিটপ্রাপ্তির শর্তাবলী:

 

  1. বিভিন্ন সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিন্তু কর্মক্ষেত্রে বসবাসের ব্যবস্থা নেই এমন অবিবাহিতা/ডিভোর্সি সন্তান নেই (বিশেষক্ষেত্রে শিথিলযোগ্য) কর্মজীবী মহিলা নিম্নলিখিত শর্তে হোস্টেলে সাময়িকভাবে সিটপ্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন:

              আবেদনকারীকে-

  • বাংলাদেশের নাগরিক হতে হবে;
  • শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে;
  • শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য);
  • কর্মক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণরত প্রার্থী, তালাকপ্রাপ্তা, স্বামী থেকে বিচ্ছিন্ন, বিধবা কর্মজীবী মহিলা অগ্রাধিকার পাবেন;
  • মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সিটপ্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। তবে অন্যান্য শর্তাদি পূরণ হলে প্রতিবন্ধী কর্মজীবী মহিলাদেরও অগ্রাধিকার দেয়া হবে;
  • ১৮ বছরের নীচে এবং ৫৯ বছরের ঊর্দ্ধে কোন কর্মজীবী মহিলা সিটপ্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন না;
  • একই হোস্টেলের কোন পুরাতন বোর্ডার দ্বিতীয়বারের জন্য আবেদন করতে পারবেন না;
  • জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৭তম গ্রেড/সমমানের নীচে কর্মরত কোন মহিলা কর্মজীবী মহিলা হোস্টেলে সিটপ্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন না।
  • আবেদনফরম সংগ্রহ ও জমাপ্রদান:
  • ঢাকা শহরের নীলক্ষেত, মিরপুর-১ ও খিলগাঁও এ অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেলের আবেদনফরম অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা)সংশ্লিষ্ট হোস্টেলের অফিস হতে অথবা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) হতে সংগ্রহ করা যাবে।
  • আবেদনফরমের সাথে চাহিত কাগজপত্রসহ আবেদনফরম সংশ্লিষ্ট কর্মজীবী মহিলা হোস্টেলের অফিসে অথবা সংশ্লিষ্ট হোস্টেলের ই-মেইল আইডি’তে জমাপ্রদান করা যাবে।
  • আবেদনফরমের সাথে আবেদনকারীর চাকরির নিয়োগপত্রের কপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত); জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজ ছবি-১ কপি এবং ট্রেজারি চালানের স্ক্যানড কপি সংশ্লিষ্ট কর্মজীবী মহিলা হোস্টেলের ই-মেইল আইডি’তে প্রেরণ করা যাবে।
  • গার্মেন্টস কর্মজীবী মহিলা হোস্টেল; বড় আশুলিয়া; সাভার; ঢাকা এর আবেদনফরম অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা) সংশ্লিষ্ট হোস্টেলের অফিস হতে সংগ্রহ এবং জমাপ্রদান করা যাবে।
  • চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং যশোরে অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেলের আবেদনফরম সংশ্লিষ্ট হোস্টেলের অফিস হতে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা) অথবা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) হতে সংগ্রহ করা যাবে এবং আবেদনফরমের সাথে চাহিত আবেদনকারীর চাকরির নিয়োগপত্রের কপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজ ছবি-১কপি এবং পে-ইন-স্লিপ এর স্ক্যানড কপি সংশ্লিস্ট কর্মজীবী মহিলা হোস্টেলের ই-মেইল আইডিতে প্রেরণ অথবা হোস্টেলের অফিসে জমাপ্রদান করা যাবে।

      দাখিলীয় কাগজপত্র:

সিট বরাদ্দ প্রাপ্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীর মোবাইলে SMS প্রাপ্তির পর (৭ দিনের মধ্যে) নিম্নলিখিত কাগজপত্র সংশ্লিষ্ট কর্মজীবী মহিলা হোস্টেলের অফিসে অবশ্যই দাখিল করতে হবে; চাহিত কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে সিট বরাদ্দ প্রাপ্তির জন্য প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

  • প্রত্যয়নপত্রে স্থানীয় অভিভাবককের নাম; ঠিকানা ও ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি;
  • স্থানীয় অভিভাবককে অবশ্যই বিবাহিত এবং ঢাকায় অবস্থান করতে হবে (ঢাকাস্থ কর্মজীবী মহিলা হোস্টেলের ক্ষেত্রে);
  • চাকরি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র;       
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি;
  • স্বাস্থ্য সম্পর্কীয় সনদপত্র-১ কপি;
  • অফিসে হাজিরা Sheet (প্রযোজ্য ক্ষেত্রে) ও বেতন Sheet (সাম্প্রতিক সময়ের) এর কপি;
  • ঢাকা শহরের নীলক্ষেত, মিরপুর-১ ও খিলগাঁও এ অবস্থিত হোস্টেলের জন্য ট্রেজারি চালানের মূল কপি;
  • চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং যশোরে অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য পে-ইন-স্লিপ মূল কপি;
  • হোস্টেলে সাক্ষাৎকারী ০২ (দুই) জন ব্যক্তির পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি, তাদের নাম, ঠিকানা এবং ব্যক্তিদ্বয়ের সাথে আবেদনকারীর সম্পর্ক আবেদনফরমে উল্লেখ করতে হবে।

 

৮টি কর্মজীবী মহিলা হোস্টেলের সিটের ধরণ,কক্ষ সংখ্যা, সিট সংখ্যা, সিটভাড়া, ভর্তি ফি ও গেস্ট সিট ভাড়ার হার:

 

  কর্মজীবী মহিলা হোস্টেল, নীলক্ষেত; ঢাকা:

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

আবেদনফরমের মূল্য

.

 সিঙ্গেল বোর্ডার সিট

২৮টি

 (২৮×১)=২৮টি

২৫৬০/-

৩২০০/-

২০০/-

.

 ২ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৪০টি

 (৪০×২)=৮০টি

১৭৬০/-

.

 ৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৩৬টি

 (৩৬×৩)=১০৮টি

১২৮০/-

.

 ৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

 (সংযুক্ত বাথরুম)

০১টি

 (৩৬×১)=৩৬টি

১৬০০/-

.

 ৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৭১টি

 (৭১×৪)=২৮৪টি

১১২০/-

.

 গেস্ট সিট 

০৩টি

             ১৭টি

   বিভাগীয় গেস্ট ৮০/- (দৈনিক)

বাইরের গেস্ট ১৬০/-(দৈনিক)

                                                     

 

    মোট ৫২০টি

 

 

 

নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১; ঢাকা:

 ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

আবেদনফরমের মূল্য

.

৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৩০টি

(৩০×৩)=৯০টি

১,১২০/-

২,৮০০/-

১৫০/-

.

২ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৩২টি

     (৩২×২)=৬৪টি

১৪০০/-

৩.

 গেস্ট সিট (৩ সিটবিশিষ্ট)

৩টি

      (৩×২)=৬টি

বিভাগীয় গেস্ট

৭০/-

বাইরের গেস্ট

১৪০/-

 

 

মোট ১৬০টি

 

বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; ঢাকা:

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

আবেদনফরমের মূল্য

.

২ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৩টি

(৩×২)=৬টি

১,৯৬০/-

১,৪০০/-

১৫০/-

.

৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

২টি

(২×৩)=৬টি

১,৫০০/-

.

৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

২৬টি

(২৬×৪)=১০৪টি

১,১২০/-

.

৬ সিটবিশিষ্ট বোর্ডার সিট

১৪টি

(১৪×৬)=৮৪টি

৯৮০/-

.

গেস্টসিট (৫ সিটবিশিষ্ট)

২টি

(৫×২)=১০টি

বাইরের গেস্ট: ১৪০/- (দৈনিক)

বিভাগীয় গেস্ট: ৭০/- (দৈনিক)

 

 

মোট ২১০টি

     

কর্মজীবী মহিলা হোস্টেল, চান্দগাঁও; চট্টগ্রাম:

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

গেস্ট সিটের ভাড়া (দৈনিক)

আবেদন ফরমের মূল্য

.

 ৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

২৫টি

 (২৫×৩)=৭৫টি

১১০০/-

১০০০/-

৭০/-

১০০/-

.

 ৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৩৫টি

 (৩৫×৪)=১৪০টি

১১০০/-

.

 গেস্ট সিট (৩ সিটবিশিষ্ট)

২টি

 (৩×২)=৬টি

দৈনিক ৭০/-

 

 

 মোট=২২১টি

কর্মজীবী মহিলা হোস্টেল; রাজশাহী:

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া

ভর্তি ফি

গেস্ট সিটের ভাড়া (দৈনিক)

আবেদন ফরমের মূল্য

.

 ৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৩০টি

 (৩০×৪)=১২০টি

১,৩০৫/-(মাসিক)

৭০০/-

১০০/-

১০০/-

.

 (১) ৮ সিটবিশিষ্ট গেস্ট সিট

 (২) ৪ সিটবিশিষ্ট গেস্ট সিট

১টি

১টি

(১×৮)=৮টি

(১×৪)=৪টি

 

১০০/- (দৈনিক)

 

 

মোট ১৩২টি

কর্মজীবী মহিলা হোস্টেল; খুলনা:

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

আবেদন ফরমের মূল্য

.

 ৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

১০টি

(১০×৩)=৩০টি

১১০০/-

৭০০/-

১০০/-

.

 ৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

১০টি

(১০×৪)=৪০টি

১০৫০/-

 

 

মোট ৭০টি

 

কর্মজীবী মহিলা হোস্টেল; যশোর:

 

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

আবেদন ফরমের মূল্য

.

 ৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

১১টি

(১১×৪)=৪৪টি

৭০০/-

৮০০/-

১০০/-

 

 

 

মোট ৪৪টি

 

৮। গার্মেন্টস কর্মজীবি মহিলা হোস্টেল, বড় আশুলিয়া, সাভার; ঢাকা:

 

ক্র: নং

সিটের ধরণ

কক্ষ সংখ্যা

সিট সংখ্যা

প্রতি সিটের ভাড়া (মাসিক)

ভর্তি ফি

.

 ২ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৯টি

(২×৯)=১৮টি

১২০০/-

৫০০/-

 ৩ সিটবিশিষ্ট বোর্ডার সিট

১৮টি

(৩×১৮)=৫৪টি

৮০০/-

 ৪ সিটবিশিষ্ট বোর্ডার সিট

৮১টি

(৪×৮১)=৩২৪টি

৭০০/-

মোট ৩৯৬টি

                                               ৮টি কর্মজীবী মহিলা হোস্টেলে মোট সিট সংখ্যা ১৭৫৩টি

 

ঢাকাস্থ ৩টি কর্মজীবী মহিলা হোস্টেল এ স্বেচ্ছায় বোর্ডার কর্তৃক কক্ষ পরিবর্তনের ফি, বোর্ডার কক্ষে ইলেকট্রিক্যাল দ্রব্যাদি ব্যবহারের ফি, বিলম্বে সিটভাড়া পরিশোধের ক্ষেত্রে জরিমানা, কুপনের হার, ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের ফি এবং কক্ষে অতিথি রাখার জন্য প্রদেয় ফি এর পরিমাণ:

     স্বেচ্ছায় বোর্ডারের কক্ষ পরিবর্তনের ক্ষেত্রে প্রদেয় টাকার পরিমাণ:

হোস্টেলের নাম

টাকার পরিমাণ

১। নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল; ঢাকা।

সিটভাড়ার অর্ধেক

২। বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; ঢাকা।

সিটভাড়ার অর্ধেক

৩। নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১; ঢাকা।

সিটভাড়ার অর্ধেক

 

    বোর্ডার কক্ষে ইলেকট্রিক্যাল দ্রব্যাদি ব্যবহারের জন্য প্রদেয় জরিমানার হার:

হোস্টেলের নাম

টাকার পরিমাণ

১। নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল; ঢাকা।

 

প্রতি বার ৬০০/-

২। বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; ঢাকা।

১ম বার ৬০০/- (প্রতিটি দ্রব্যের জন্য),

২য় বার সিট বাতিল।

৩। নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১; ঢাকা।

১ম বার ৬০০/-, ২য় বার ১২০০/-; ৩য় বার সিট বাতিল।

 

    বিলম্বে সিটভাড়া পরিশোধের ক্ষেত্রে জরিমানার হার:

হোস্টেলের নাম

টাকার পরিমাণ

১। নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল; ঢাকা।

দৈনিক ১% হারে

(প্রতি মাসের ১০ তারিখের পর ১১ তারিখ হতে)

২। বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; ঢাকা।

দৈনিক ২/- হারে

(প্রতি মাসের ১০ তারিখের পর ১১ তারিখ হতে)

৩। নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১; ঢাকা।

দৈনিক ২/- হারে

(প্রতি মাসের ১০ তারিখের পর ১১ তারিখ হতে)

 

কুপনের হার:

হোস্টেলের নাম

টাকার পরিমাণ

১। নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল; ঢাকা।

৪০০/- (চারশত) টাকা

২। বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; ঢাকা।

৫০০/- (পাঁচশত) টাকা

৩। নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১; ঢাকা।

৫০০/- (চারশত) টাকা। 

 

ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের ফি এর পরিমাণ:

হোস্টেলের নাম

টাকার পরিমাণ

১। নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল; ঢাকা।

১০০/- (একশত) টাকা

২। বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; ঢাকা।

১০০/- (একশত) টাকা

৩। নওয়াব ফয়জুন্নেছা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১; ঢাকা।

১০০/- (একশত) টাকা। 

 

  • কক্ষে অতিথি রাখলে ৫০০/-টাকা হারে জরিমানা পরিশোধ করতে হবে। 

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু দিবাযত্ন কেন্দ্র সংক্রান্ত তথ্যঃ

সেন্টারের সংখ্যা:

  • রাজস্ব বাজেটে মোট ৪৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে।
  • ঢাকা শহরে ২৫টি ও ঢাকার বাইরে ১৮টি দিবাযত্ন কেন্দ্র।
  • মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের শিশুদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র ১০টি।
  • নিম্নবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের শিশুদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র ৩৩টি।

প্রতিটি ডে-কেয়ার সেন্টারের জনবল কাঠামো :

  • ১। ডে-কেয়ার অফিসার- ১জন।
  • ২। শিক্ষিকা- ১জন।
  • ৩। স্বাস্থ্য শিক্ষিকা- ১জন (নার্সিং ডিপ্লোমা/ প্যারামেডিকেল পাশ)।
  • ৪। বাবুর্চি- ২জন।
  • ৫। আয়া- ৪জন।
  • ৬। নিরাপত্তা প্রহরী- ১জন।
  • ৭। পরিচ্ছন্নতা কর্মী- ১জন।

শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে প্রদানকৃত সেবা:

  • প্রতিদিন সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৫:৩০টা পর্যন্ত দিবাযত্ন কেন্দ্র সমূহ খোলা থাকে। (সরকারি ছুটির দিন ব্যতীত)
  • কর্মজীবী মায়েদের ০৬ মাস হতে ০৬ বছর বয়সের শিশুদের দিবাযত্ন কেন্দ্রে সেবা প্রদান করা হয়।
  • সুষম খাবার প্রদান। (মেন্যু অনুযায়ী)
  • প্রাক-স্কুল শিক্ষা প্রদান।
  • প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা।
  • ইনডোর খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা।

ডে-কেয়ার সেন্টারে শিশু ভর্তির লক্ষ্যমাত্রা মোট : ২৮৩০ জন শিশু।

এককালীন ভর্তি ফি ও মাসিক ফি মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের মধ্যবিত্ত শিশু দিবাযত্ন কেন্দ্রে প্রতি শিশু ভর্তি বাবদ এককালীন ৫০০ (পাঁচশত) টাকা এবং মাসিক ফি ৫০০ (পাঁচশত) টাকা এবং নিম্নবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের নিম্নবিত্ত শিশু দিবাযত্ন কেন্দ্রে প্রতি শিশু ভর্তি বাবদ ১০০ (একশত) টাকা এবং মাসিক ফি ১০০ (একশত) টাকা। মাসিক চাঁদা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

 

দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিলঃ

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্থ মহিলাদের পুনর্বাসনের জন্য ১৯৭২ সালের ১৮ ফেব্রুয়ারি  “বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ড” গঠন করেন। ১৯৭৪ সনে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে বঙ্গবন্ধু নারী পুনর্বাসন বোর্ডকে “বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যান ফাউন্ডেশন”- এ রূপান্তরিত করেন। কালের পরিক্রমায় যা বর্তমানে মহিলা বিষয়ক অধিদপ্তর।

বাংলাদেশ এ্যাসিসটেন্স কমিটি অব নিউ দিল্লী স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্থ মহিলাদের পুনর্বাসনের জন্য নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনকে ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা সাহায্য মঞ্জুরী প্রদান করে। উক্ত অর্থ ব্যাংকে জমা রাখা হয়। জমাকৃত অর্থ থেকে প্রাপ্ত সুদের 80%  দুস্থ মহিলা ও শিশুদের মাঝে অনুদান/সাহায্য হিসাবে বিতরণের জন্য “দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল”  নামে একটি তহবিল গঠন করা হয়। বর্তমানে “দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল” এর সীড ক্যাপিটালের পরিমান ৩ (তিন) কোটি ২১ (একুশ) লক্ষ ১ (এক) শত টাকা যা ব্যাংকে এফডিআর করা আছে।

এই তহবিল পরিচালনার জন্য প্রথমে ১৯৯০ সালে  একটি নীতিমালা প্রণয়ন করা হয়। নীতিমালাটি সর্বশেষ 2021 সালে সংশোধন করে আরেকটি নীতিমালা প্রণয়ন করা হয়। বর্তমান সংশোধিত নীতিমালাটি হচ্ছে “দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল” পরিচালনা নীতিমালা-2021।


দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল থেকে উপকারভোগীর সংখ্যাঃ  ১৯৯৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এ তহবিল থেকে ১২,৬৯৫ জনকে অনুদান হিসাবে সহায়তা প্রদান করা হয়েছে।

দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল থেকে অনুদান প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী :

১। অনুদান প্রদানের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

২। আবেদনকারী অথবা তাদের পক্ষে তাদের মনোনীত অভিভাবকগণকে স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর /চেয়ারম্যান/ইউপি মেম্বার/মেয়র/ওয়ার্ড কাউন্সিলর এর সুপারিশসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে স্ব স্ব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর বরাবর আবেদনপত্র দাখিল করতে হয়।

৩। সিটি কর্পোরেশন বা জেলা/সদর উপজেলার আবেদনকারীগণকে জেলা সদরে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর বরাবর আবেদনপত্র দাখিল করতে হয়।

৪। আবেদনকারীকে সাহায্য আবেদনের স্বপক্ষে সংযুক্ত হিসেবে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হয়।

(ক)  জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি।

(খ)  পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি।

(গ)  চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের ব্যবস্থাপত্র।

(ঘ)  আইনগত সহায়তার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হয়।

(ঙ) শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র এবং পিতা মাতার বাৎসরিক আয়ের প্রত্যয়ন (মেয়র/১ম শ্রেণির কর্মকর্তা/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/মেম্বার কর্তৃক প্রদত্ত)।

 

 

 

 

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon