Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০১৭

নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোষ্টেল কাম ট্রেনিং সেন্টার স্থাপন

১.

প্রকল্পের নামঃ

 

নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প

২.

প্রকল্পের মেয়াদঃ

 

জুলাই  ২০১২ হতে  জুন ২০১৭ পর্যন্ত।

৩.

প্রকল্প ব্যয়ঃ

 

৮৬৪.৫৯ লক্ষ টাকা।

৪.

২০১৪-২০১৫ অর্থ বছরে বরাদ্দঃ

 

৬৮.০০ লক্ষ টাকা।

৫.

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

 

(ক) ছয় তলা ভিতের উপর ৩ তলা বিশিষ্ট একটি হোস্টেল কাম ট্রেনিং সেন্টার নির্মাণ যাতে ৫০ জন প্রশিক্ষণার্থীর আবাসিক সুবিধাসহ ভকেশনাল ট্রেনিং প্রদান করা হবে।

ক) জুলাই ২০১২ হতে জুন ২০১৪ পর্যন্ত প্রথম ২ বছরে হোস্টেল নির্মাণ কাজ সম্পন্ন করা।

খ) জুলাই,২০১৪ হতে জুন,২০১৭ প্রশিক্ষণ প্রদান (প্রতি বছরে ২০০ জন সামান্য শিক্ষিত, অর্ধশিক্ষিত বিশেষভাবে অনগ্রসর উপ-জাতীয় নারীদের ইলেক্ট্রনিক্স এসেম্বলিং, ইলেক্ট্রিকশিয়ান, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি মেরামত, খাদ্য প্রক্রিয়াকরণ এবং নার্সারী/ হর্টিকালচার ট্রেডে প্রশিক্ষণ প্রদান।

গ) প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রান্তিক সুবিধা বঞ্চিত ও অনগ্রসর নারীদের দারিদ্র-বিমোচন, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ঝুঁকিহ্রাস করণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা লাভে সহায়তা করা। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি সমাজে বেকারত্ব লাঘব হবে।

 

৬.

প্রকল্পের আওতায় এ পর্যন্ত সম্পাদিত কাজের বিবরণঃ

 

  • ৬ তলা ভিতের উপর ৩ তলা হোস্টেল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
  • ০১ জন মেট্রন ও ০১ জন হিসাব সহকারী নিয়োগ দেয়া হয়েছে।
  • ০১ জন অফিস সহায়ক, ০১ জন বাবুর্চি, ০১ জন নিরাপত্তা প্রহরী ও ০১ জন পরিচ্ছন্নতা কর্মী কে নিয়োগ দেয়া হয়েছে।
  • ট্রেড প্রশিক্ষক নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে।

৭.

প্রকল্পের আওতায় বর্তমানে চলমান কাজের বিবরণঃ

 

(১) হর্টিকালচার/নার্সারী, কৃষি যন্ত্রপাতি মেরামত ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এই ৩টি ট্রেড প্রকল্পের চুক্তিভিত্তিক ট্রেড প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

(২) অবশিষ্ট ২টি ট্রেড যথাঃ ইলেক্ট্রনিক্স এসেম্বলিং, ইলেক্ট্রিক ওয়ারিং-মেশিন রিপিয়ারিং ট্রেড UCEP এর সহিত একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে এবং তাদের মাধ্যমে ট্রেড প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

৮।

২০১৪-২০১৫ অর্থ বছরে এডিপি বরাদ্দঃ

 

৬৮.০০ লক্ষ টাকা।

৯।

২০১৪-২০১৫ অর্থ বছরের মার্চ ২০১৫ পর্যন্ত ব্যয়ঃ

 

৩২.৪২ লক্ষ টাকা।

১০

সুবিধাভোগীর সংখ্যাঃ

 

 

৫টি ট্রেডে প্রতিটি ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণসহ আবাসিক সুবিধা পাবে।

১১. প্রশিক্ষণ উত্তর চাকুরী প্রাপ্তি  

   প্রশিক্ষণ প্রাপ্ত চাকুরীরতদের নামের তালিকা