Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুন ২০২৪

শিশু দিবাযত্ন কেন্দ্র

             রাজস্ব বাজেটে পরিচালিত ৪৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রের সেবাসমূহ:

  1. ৪৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে কর্মজীবী মায়েদের শিশুদের (৬মাস থেকে ৬বছর বয়স) সকাল ৮:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত নিরাপদ দিবাকালীন সেবা প্রদান (সরকারি ছুটির দিন ব্যতীত)।

 

  1. কর্মজীবী মায়েদের শিশুদের দিবাকালীন সেবা প্রদানের মাধ্যমে মায়েদের স্ব-স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দান।

 

  1. শিশুদের যথাযথ শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সুষম খাবার প্রদান, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রাক-স্কুল শিক্ষা প্রদান, ইনডোর খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা।

 

  1. শিশু দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুরা নিরাপদ দিবাকালীন সেবা প্রাপ্তির পাশাপাশি কর্মজীবী মায়েরা স্ব-স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করে আর্থিকভাবে উপকৃত হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করে জিডিপি প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছেন। এছাড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবেও তাদের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।