Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৫

এক নজরে মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি

পটভূমিঃ- দুঃস্থ মহিলাদের আত্ন-কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্ব বাজেটে ক্ষুদ্রঋণ তহবিল বাবদ সরকারের প্রাপ্তি সাপেক্ষে এই ঋণ কর্মসূচি ২০০৩-০৪ অর্থ বৎসরে শুরু হয়েছে।  এই কর্মসূচির আলাদা নীতিমালা রয়েছে।  নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে গঠিত ৫ সদস্য বিশিষ্ট উপজেলা (ঋণ) কমিটির মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত ও বাস্তবায়িত হচ্ছে।

মূল লক্ষ্য ও উদ্দেশ্য : দুঃস্থ ও অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন ও আত্ন-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশের অবহেলিত ও বঞ্চিত মহিলা জনগোষ্ঠির আত্মসচেতনতা বৃদ্ধি,তাদের অধিকার সংরক্ষণ ও উৎপাদনশীলতার দিক উন্মোচন করে তাদের আত্ন-নির্ভরশীল করে গড়ে তোলা এ কার্যক্রমের প্রকৃত লক্ষ ও উদ্দেশ্য। তাছাড়া জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে স্যানিটারী ল্যাট্রিনের ব্যবহার, ছেলে-মেয়েদের স্কুলে প্রেরণ, জন্ম নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের টিকা-ইনজেকশন প্রদান, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতন করা। 

কার্য এলাকা : মহিলা বিষয়ক অধিদপ্তরের ৬৪টি জেলার আওতাধীন ৪৭৩টি উপজেলায় মহিলাদের আত্ন-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি যেমন- সেলাই মেশিন ক্রয়, গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা, মৎস্যচাষ, নার্সারী ইত্যাদি বিষয়ে ঋণ প্রদান করা হয়ে থাকে।

ঋণ কার্যক্রম পরিচালনা পদ্ধতি

তহবিল/বরাদ্দ প্রদান

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বরাদ্দ বন্টন/প্রেরণ

 মহিলা বিষয়ক অধিদপ্তর ।

নিদিষ্ট নীতিমালা অনুযায়ী

বরাদ্দকৃত অর্থ ঋণ হিসেবে বিতরণ

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা - ৬৪টি।

উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা - ৪৭৩টি।

নির্ধারিত কমিটি কর্তৃক

ঋণ বিতরণ কার্যকম পরিচালনা

জেলা/উপজেলা ঋণ কমিটি।

            তথ্য ছক  

কর্মসূচির নাম

তহবিল

সমূহের মোট পরিমাণ (টাকা)

অর্থের পরিমাণ

বিতরণকৃত অর্থের পরিমাণ (টাকা) (ক্রমপুঞ্জিত)

উপকারভোগীর সংখ্যা (হাজার)

উপকারের ধরন

মন্তব্য

 

 

উৎস

পরিমাণ (টাকা)

প্রাপ্তির তারিখ

 

মহিলা

 

 

মহিলাদের আত্ন -কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

৩৭৭৫.০০

(সাইত্রিশ কোটি পঁচাত্তর লক্ষ) টাকা

জিওবি

৩৭৭৫.০০

(সাইত্রিশ কোটি পঁচাত্তর লক্ষ) টাকা

২০০৩-০৪= ১০০০.০০

২০০৪-০৫=  ৫০০.০০

২০০৫-০৬ = ৮২৫.০০

২০০৬-০৭ = ৬০০.০০

২০০৭-০৮ = ৩০০.০০

২০১১-১২  = ২৫০.০০

২০১২-১৩  = ১৫০.০০

২০১৩-১৪  =   ৫০.০০

২০১৪-১৫  =   ১০০.০০

      মোট = ৩৭৭৫.০০      

 

৯৭৫৪.৮৫

(সাতানববই কোটি চুয়ান্ন  লক্ষ পঁচাশি  হাজার )

 

 

১০৭১০২ জন

(এক লক্ষ সাত হাজার একশত দুই)

১। আয়বর্ধক কর্মসূচী

২। মৎস্য চাষ

৩। হাঁস-মুরগী পালন

৪। ক্ষুদ্র ব্যবসা

৫। গরু ছাগল মোটা তাজাকরণ ইত্যাদি

মহিলাদের আত্ন -কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির ২০১৩-১৪ অর্থ বছরের বরাদ্দকৃত ৫০.০০ (পঞ্চাশলক্ষ) টাকা প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক ১ম, ২য়, ৩য়, ৪র্থ কিস্তি বাবদ ছাড় করা হয়েছে। উক্ত ছাড়কৃত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি ‘জয়িতায়’ ক্ষুদ্রঋণ হিসাবে বরাদ্দ দেয়া হয়েছে। ১০.৫০ (দশ লক্ষ পঞ্চাশ  হাজার) টাকার ব্যয়ের হিসাব পাওয়া গিয়েছে। অবশিষ্ট ৩৯.৫০ (উনচল্লিশ লক্ষ পঞ্চাশ  হাজার )টাকা ব্যয়ের প্রক্রিয়াধীন আছে।

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon