গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা বিষয়ক অধিদপ্তর
প্রশাসন-১ শাখা
মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যবন্টন- ২০২৪
#প্রশাসন শাখা-০১ :
১। অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সকল প্রকার ছুটি সংক্রান্ত কার্যক্রম।
২। অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত নথি, যোগদান, ছাড়পত্র সংক্রান্ত কার্যক্রম।
৩। অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে বদলী/ কর্মবন্টন সংক্রান্ত।
৪। সভা/সেমিনার/কর্মশালায় কর্মকর্তা মনোনয়ন সংক্রান্ত।
৫। অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সরকারি বাসা বরাদ্দ সংক্রান্ত কার্যক্রম।
৬। কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ/পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম।
৭। কর্মকর্তা/কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ এবং জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম।
৮। কর্মকর্তাদের তথ্যাদি সংক্রান্ত তালিকা প্রণয়ন এবং পদ আপগ্রেড সংক্রান্ত কার্যক্রম।
৯। কর্মকর্তা/কর্মচারীদের টাইম স্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত কার্যক্রম।
১০। কর্মকর্তা/ কর্মচারীদের না-দাবী সনদপত্র প্রদান।
১১। কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রেরণ ও সংরক্ষণ।
১২। কর্মকর্তা/কর্মচারীদের মৃত্যুজনিত দোয়া অনুষ্ঠান, শোকবার্তা প্রস্তুত।
১৩। সকল প্রকার টেন্ডার, ক্রয় ও মেরামত সংক্রান্ত কার্যক্রম।
১৪। সিটিজেন’স চার্টার সংক্রান্ত।
১৫। রিপোর্ট ম্যানেজমেন্ট সিষ্টেম (আর.এম.এস) বাস্তবায়ন।
১৬। প্রশাসিক মন্ত্রণালয়ে নিয়মিত প্রতিবেদন প্রেরণ (কেবিনেট, জেলা প্রশাসক সম্মেলন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনা, মন্ত্রীসভার বৈঠক, রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সংক্রান্ত, এপিএ সংশ্লিষ্ট প্রতিবেদনসমূহ)।
১৭। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীর অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতকরণ, অধিদপ্তরে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা আহবান, কার্যপত্র ও কার্যবিবরণী প্রস্তুতকরণ।
১৮। সেলাই মেশিন ক্রয় ও বিতরণ।
১৯। অর্গানোগ্রাম ও নিয়োগবিধি সংক্রান্ত কার্যক্রম।
২০। জেলা/উপজেলা পর্যায়ে বাড়ি ভাড়া সংক্রান্ত কার্যক্রম।
২১। যানবাহন সংক্রান্ত কার্যক্রম।
২২। ফার্নিচার ক্রয় ও মেরামতকরণ।
২৩। পুরাতন মালামাল নিলামে বিক্রয়।
২৪। কর্মকর্তাদের নাম, কক্ষ, টেলিফোন ও ইন্টারকম নম্বর সম্বলিত তালিকা হালনাগাদকরণ।
২৫। জাতীয় সংসদের প্রশ্নোত্তর, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ সংক্রান্ত কাজ।
২৬। ভূমি কর, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ সংক্রান্ত কাজ।
২৭। ইন্টারনেট বিল পরিশোধ সংক্রান্ত কাজ।
২৮। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#প্রশাসন শাখা-০২:
১। কর্মকর্তা/কর্মচারীদের পেনশন সংক্রান্ত।
২। কর্মকর্তা/কর্মচারীদের ভবিষ্য তহবিল মঞ্জুর সংক্রান্ত।
৩। কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় মামলার পরিচালনা ও নিষ্পত্তি সংক্রান্ত।
৪। অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) সংক্রান্ত।
৫। উপরোক্ত কার্যক্রমসমুহের প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ।
৬। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#অর্থ শাখা:
১। মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের জেলা-উপজেলা কার্যালয়, ডে-কেয়ার সেন্টার, মহিলা সহায়তা কর্মসূচী, আবাসিক প্রশিক্ষন কেন্দ্র, ৩টি কর্মজীবী মহিলা হোস্টেল ও মহিলা, শিশু কিশোরী হেফাজতী কেন্দ্র গাজীপুরের মধ্যমেয়াদী ও সংশোধিত বাজেট প্রনয়ন পূর্বক প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ ।
২। অনুমোদিত বাজেট মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয়ে বাজেট বরাদ্দ ও সংশোধিত বরাদ্দ প্রদানপূর্বক ibas++ এ প্রেরণ করা ।
৩। বাজেট বরাদ্দের কর্মপরিকল্পনা প্রনয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ ।
৪। জেলা/উপজেলা ও অন্যান্য কার্যালয়ের প্রতি মাসের হিসাব বিবরণী সংগ্রহ ও সংরক্ষন এবং তিন মাস পর পর কোয়াটার ভিত্তিক বাজেট প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ
৫। কোয়াটার ভিত্তিক প্রান্তিক বিবরনী মন্ত্রণালয়ে প্রেরণ ।
৬। জেন্ডার বাজেট প্রনয়নপূর্বক মন্ত্রণালয়ে প্রেরণ ।
৭। বাজেট স্যারেন্ডার বিবরনী মন্ত্রণালয়ে প্রেরণ ।
৮। মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কার্যালয়ের রাজস্ব প্রাপ্তির হিসাব সংগ্রহ ও বিবরণী প্রস্তুত করে প্রতি মাসে প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরন ।
৯। সদর কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমন বিল, ৬৪ জেলা জেলা কার্যালয়ের উপপরিচালকদের ভ্রমণ বিল অনুমোদন ।
১০। সদর কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসে বেতন ভাতা আইবাসে প্রনয়ন ।
১১। সদর কার্যালয়ের বিভিন্ন শাখা হতে খরচের প্রাপ্য বিল তৈরী করে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিজিএ ভবন, সেগুনবাগিচা, ঢাকা প্রেরণ ।
১২। বিলের চেক প্রাপ্তির পরে বিভিন্ন প্রতিষ্ঠান চেক হস্থান্তর করা ।
১৩। কর্মচারীদের বেতন ভাতাসহ বিভিন্ন দাবীকৃত বিলের টাকা আয়ন-ব্যয়ন কর্মকর্তার হিসাব হতে ibas++, চেক ও এ্যাডভাইজের মাধ্যমে পরিশোধ করা ।
১৪। মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী আর্থিক সংক্রান্ত বিভিন্ন পত্রের জবাব প্রেরন সহ উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কার্যক্রম প্রেরন ।
১৫। অডিটের চাহিদা অনুযায়ী বিল-ভাউচার, ক্যাশ বহি, চেক প্রাপ্তির রেজিষ্টার, চেক প্রদান রেজিষ্টার ও যাবতীয় কাগজ পত্র সরবরাহ করা ।
১৬। সদর কার্যালয়ের অনুষ্ঠান উৎসবাদি, বিভিন্ন প্রশিক্ষণ এর অগ্রিম বিল, বিভিন্ন দিবসের বিল, বিভিন্ন প্রশিক্ষণ বিল, সেলাই মেশিন বিল, বিদ্যুৎবিল,পানির বিল, পত্রিকা ক্রয় বিল, বিজ্ঞাপন সংক্রন্ত যাবতীয় বিল, ইন্টানেট বিল, কম্পিউটার ক্রয়,কম্পিউটার সামগ্রী,ব্যবহার্য দ্রব্যাদি, ট্রেন্ডার সংক্রান্ত যাবতীয় বিল, টেলিফোন বিল, যানবাহন সংক্রান্ত যাবতীয় বিল ও আশুলিয়া কর্মজীবী হোস্টেলের যাবতীয় বিল প্রস্তুত পূর্বক অনুমোদন এবং চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার প্রেরণ এবং আইবাস এন্ট্রি করণ ।
১৭। সদর কার্যালয়ের সকল শাখার কর্মচারীদের যাতায়াত বিল, নাস্তা ভাতা বিল, গাড়িচালকদের ওভারটাইম বিল অনুমোদন করে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়ে প্রেরণ ।
১৮। সদর কার্যালয়ের সকল পিআরএরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, লাম্পগ্রান্ট, জিপিএফ বিল, শ্রান্তি বিনোদন বিল প্রস্তুত পূর্বক অনুমোদন এবং চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়ে দাখিল করণ
# অডিট শাখা:
১। অধিদপ্তরের রাজস্ব, উন্নয়ন প্রকল্প ও কমৃসূচি সমূহের কার্যক্রম পরিচালনার জন্য ব্যয়িত অর্থের সঠিকতা নির্ণয়ের লক্ষ্যে অডিট প্রতিষ্ঠান থেকে আগত অডিট টিমকে নিরীক্ষা কাজে সহযোগিতা করা।
২। অডিট কার্যক্রম বাস্তবায়নের জন্য রাজস্ব প্রশাসন, অন্যান্য শাখা ও প্রকল্প/কর্মসূচি পরিচালকদের থেকে তথ্য সংগ্রহপূর্বক অডিট কার্যসম্পাদন করা।
৩। অডিট অধিদপ্তর থেকে প্রাপ্ত অডিট আপত্তিসমূহ নিষ্পত্তিকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৪। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশাসনিক মন্ত্রণালয় ও অডিট অধিদপ্তরের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করা।
৫। অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে দ্বি-পক্ষীয়, ত্রি-পক্ষীয় সভার আয়োজন করা।
৬। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#ক্ষুদ্রঋণ শাখা:
১। ৬৪টি জেলার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনের জন্য প্রশাসনিক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ উপজেলা পর্যায়ে উপবরাদ্দ প্রদান।
২। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ক্ষুদ্রঋণ কার্যক্রম ডিজিটাইজেশন, ঋণ বিতরণ প্রক্রিয়া সহজীকরণ ও ই-মনিটরিং।
৩। খেলাপী ঋণ আদায়ে নতুন নতুন মেকানিজম প্রণয়ন ও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের জন্য নারী উদ্যোক্তা তৈরীতে উদ্যোগ গ্রহণ।
৪। জেলা ও উপজেলা কার্যালয়সমূহ থেকে বিভিন্ন রিপোর্ট প্রাপ্তি ও প্রণয়নের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন- হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ ও তথ্য সংগ্রহ।
৫। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমী ও প্রশিক্ষণ শাখা :
১। ০৭ টি আবাসিক ও ০১ টি অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম।
২। কর্মকর্তা -কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আর্থিক বিষয়
৩। জাতীয় শুদ্ধাচার কৌশল প্রনয়নের বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সদর কার্যালয়ের কার্যক্রম)।
৪। 4th IR
৫। প্রশিক্ষণ শাখার প্রশাসনিক কার্যক্রম
৬। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্ত ডাটাবেইজ তৈরী
৭। মাই গভ: এর সাথে প্রশিক্ষণ সংত্রান্ত কার্যক্রম
৮। কর্মকর্তা -কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বার্ষিক ক্যালেন্ডার প্রস্তুত
৯। জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমীর বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায়।
১০। এমব্রয়ডারী প্রশিক্ষণের প্রশিক্ষণ
১১। ব্লক –বাটিক ও টাইডাই প্রশিক্ষণ
১২।ড্রেস মেকিং ও টেইলারিং প্রশিক্ষণ
১৩। NSDA & NISE (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
১৪। বত্তিমূলক প্রশিক্ষণের প্রশিক্ষণ বাতায়নের কার্যক্রম।
১৫। ১৩৬ টি উপজেলার WTC কার্যক্রম ও ৬৪ জেলার জীবিকায়নের প্রশিক্ষণ প্রতিবেদন।
১৬। দেশী বিদেশী প্রশিক্ষণের মনোনয়ন
১৭। কর্মকর্তা-কর্মচারিদের নিম্নলিখিত বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।
ডি-নথি
মনো- সামাজিক কাউন্সিলিং ও Self Esteem
দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ
প্রমিত দাপ্তরিক ভাষা বিষয়ক প্রশিক্ষণ
শিষ্টাচার ও দাপ্তরিক আচার-আচরণ প্রশিক্ষণ
বাজেট ব্যবস্থাপনা ও আইবাস কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ
আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক
প্রকল্প/কর্মসূচি প্রনয়ন ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ
#পরিকল্পনা ও মূল্যায়ন শাখা:
পরিকল্পনা শাখা :
১। ডিপিপি প্রণয়ন
২। এডিপি/আরিএডিপি এবং মধ্যমেয়াদী বাজেট প্রণয়ন।
৩। প্রকল্প মনিটরিং এবং বাস্তবায়ন ।
৪। জেন্ডার, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং পুষ্টি ফোকাল হিসাবে প্রয়োজনীয় দায়িত্ব পালন।
৫। প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (পি.সি.আর) প্রণয়ন;
৬। ইনোভেটিভ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন;
৭। বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ।
৮। এডিপি/আরিএডিপি এবং মধ্যমেয়াদী বাজেট প্রণয়ন ও AMS Software এর এন্ট্রি
৯। চলতি উন্নয়ন প্রকল্পের মাসিক অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ।
১০। প্রকল্পের এডিপি/আরএডিপি বরাদ্দ প্রস্তাবসমূহ কম্পাইল করে মন্ত্রণালয়ে প্রেরণের ব্যবস্থা করা।
১১। প্রস্তাবিত নতুন প্রকল্প অনুমোদনের সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন করা।
১২। AMS Software এ চলমান ও প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি ও টিএপিপি সংক্রান্ত তথ্য প্রদান করা।
১৩। AMS Software এ চলমান ও প্রস্তাবিত প্রকল্পের এডিপি এবং আরএডিপি বরাদ্দের তথ্য সন্নিবেশ করা।
১৪। অর্থনৈতিক সমীক্ষা।
১৫। বাজেট বক্তৃতা, সংসদ প্রশ্নোত্তর, শুদ্ধাচার, এপিএ, প্রস্তাবিত প্রকল্পের সার্বিক তথ্যাদি প্রেরণ।
১৬। উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশে অন্যান্য কার্যক্রম সম্পাদন করা।
#মূল্যায়ন শাখা
১। জেলা/উপজেলা/প্রকল্প পরিদর্শন/মনিটরিং সংক্রান্ত সকল কাজ (প্রকল্প/কর্মসূচি পরিদর্শন প্রতিবেদনে চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে নথিতে উপস্থাপন)
২। জেলা/উপজেলা পরিদর্শন/মনিটরিং প্রতিবেদনে চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে সকল প্রতিবেদন সমন্বয় করে প্রশাসন শাখায় প্রেরন এবং ওয়েব সাইডে প্রকাশ করা।
৩। জেলা/উপজেলা পরিদর্শনের নিমিত্তে কার্য এলাকা বন্টন সংক্রান্ত অফিস আদেশ প্রস্তুত করা।
৪। সদর কার্যালয়ের কম্পিউটার শাখাসহ জেলা/উপজেলা থেকে প্রাপ্ত প্রশিক্ষণের তথ্যাদি সংগ্রহ পূর্বক মন্ত্রীপরিষদ বিভাগে প্রেরনের লক্ষ্যে প্রশাসন শাখায় প্রতিবেদন প্রেরন।
৫। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি/নির্দেশনা মোতাবেক মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন অগ্রগতির হালনাগাদ তথ্য সংগ্রহ পূর্বক প্রশাসন শাখায় প্রতিবেদন প্রেরন।
৬। মন্ত্রণালয় থেকে প্রাপ্ত পত্র এবং পরিকল্পনা ও মূল্যায়ন শাখার পত্রের হিসাব সংক্রান্ত প্রতিবেদন প্রেরন।
#ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) শাখা:
১। বার্ষিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন।
২। বর্তমান নিয়ম-নীতি অনুযায়ী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন।
৩। ভিডব্লিউবি কার্যক্রমের প্রতিটি চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত পরিপত্র জারীর এবং প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৪। উপকারভোগীদের কার্ড মুদ্রণ ও প্রেরণের ব্যবস্থা গ্রহণ।
৫। উপকারভোগী নির্বাচন সংক্রান্ত অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়ন ও মনিটর করা।
৬। খাদ্য ও পরিবহন ব্যয়ের বরাদ্দ আদেশ অনুমোদনের ব্যবস্থা গ্রহণ এবং মাঠ পর্যায়ে প্রেরণ।
৭। বার্ষিক কর্ম-পরিকল্পনা, ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ।
৮। কর্ম-পরিকল্পনার নিরীখে কার্যক্রম বাস্তবায়ন।
৯। মাঠ পর্যায়ে ভিডব্লিউবি কার্যক্রম মনিটরিং।
১০। কর্মসূচির সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়/এজেন্সীর সাথে সমন্বয় সাধন।
১১। এনজিও নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন।
১২। ভিডব্লিউবি কার্যক্রম সংক্রান্ত সভার আয়োজন ও সভায় অংশগ্রহণ।
১৩। ভিডব্লিউবি কার্যক্রম সংক্রান্ত কর্মশালা আয়োজন ও বাস্তবায়ন।
১৪। মাঠ পর্যায়ে হতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
১৫। ভিডব্লিউবি কার্যক্রমের বাজেট প্রস্ততকরণ, বিভাজন করা এবং প্রশাসনিক অনুমোদন গ্রহণ।
১৬। ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ৪৯৩টি উপজেলার ১০,৪০,০০০ (দশ লক্ষ চল্লিশ হাজার) উপকারভোগীর অনুকূলে খাদ্য ও খাদ্যের পরিবহণ ব্যয় বিভাজন প্রস্ততকরণ, প্রশাসনিক অনুমোদনের জন্য উপস্থাপন এবং মাঠ পর্যায়ে প্রেরণ।
১৭। ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ ( পরিপত্রের খসড়া প্রস্ততকরণ, ভিডব্লিউবি কার্ড মুদ্রণ ও মাঠ পর্যায়ে প্রেরণের ব্যবস্থাগ্রহণ, মাঠ পর্যায়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও মনিটরকরণ)।
১৮। মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ হতে চাহিত প্রতিবেদন/রিপোর্ট প্রস্ততকরণ ও প্রেরণ।
১৯। মাঠ পর্যায়ে ভিডব্লিউবি খাদ্য (চাল) বিতরণের ক্ষেত্রে অনিয়ম ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
২০। জি আর এস (GRS)-এর মাধ্যমে প্রাপ্ত অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
২১। ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় পুষ্টিচাল বিতরণ সংক্রান্ত কার্যক্রমে মাঠ পর্যায় ও খাদ্য অধিদপ্তরের সাথে সমন্বয় সাধন।
২২। এপিএ রিপোর্ট প্রদান।
২৩। মাঠ পর্যায়ে খাদ্য বিতরণ ও প্রশিক্ষণ সংক্রান্ত কাজের ই-মনিটরিং-এর মাধ্যমে সমন্বয় সাধন।
২৪। বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) নির্বাচন সংক্রান্ত কাজে সহযোগিতা করা।
২৫। চুক্তিবন্ধ এনজিও’র সার্ভিস চার্জ প্রদানের নিমিত্ত প্রাপ্ত পারফরম্যান্সে রিপোর্ট যাচাই করা সংক্রান্ত কার্যক্রম।
২৬। মাঠ পর্যায়ে চুক্তিবন্ধ এনজিও কর্তৃক প্রদেয় সেবা মনিটরিং করা।
২৭। ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় সফটওয়ারের মাধ্যমে সারাদেশে ১০,৪০,০০০ (দশ লক্ষ চল্লিশ হাজার) উপকারভোগী নির্বাচন কার্যক্রমে ব্যবস্থা গ্রহণ।
২৮। ভিডব্লিউবি কার্যক্রমের সফটওয়ার আপডেট করণের কাজে বিশ্ব খাদ্য কর্মসূচি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটুআই ও অন্যান্য সহযোগী সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা। তাদের সাথে সভার ব্যবস্থা করা এবং সভার সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
২৯। ভিডব্লিউবি উপকারভোগীর বিষয়ে সফটওয়ারের বিভিন্ন রিপোর্টিং ও সফটওয়ার রক্ষণাবেক্ষণে বিভিন্ন সংস্থার (কম্পিউটার কাউন্সিল, নির্বাচন কমিশন) বিল প্রদান সংক্রান্ত।
৩০। ভিডব্লিউবি কার্যক্রমে খাদ্য বিতরণ কার্যক্রম ও চুক্তিবদ্ধ এনজিও কর্তৃক উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম ই-মনিটরিং করা এবং রিপোর্ট প্রদান।
৩১। ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ ( পরিপত্র খসড়া প্রস্তুত করণ, মাঠ পর্যায়ে প্রেরণের ব্যবস্থা গ্রহণ ও মাঠ পর্যায়ের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও মনিটরকরণ)।
৩২। শাখার বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত; যেমন- অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন, বাজেট সংক্রান্ত প্রতিবেদন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তৈরি, শুদ্ধাচার প্রতিবেদন প্রস্তুতসহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুত;
#মা ও শিশু সহায়তা কর্মসূচি শাখা:
১। মা ও শিশু সহায়তা কর্মসূচি কার্যক্রমের বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্ধতন কর্মকর্তা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ এবং সমন্বয়।
২। মা ও শিশু সহায়তা কর্মসূচি সংক্রান্ত এম.আই.এস এবং আইবাস++ এর সাথে যোগাযোগ ও ভাতাপ্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা।
৩। উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা।
৪। মা ও শিশু সহায়তা কর্মসূচির সামাজিক নিরাপত্তা, এপিএ, জাতীয় শুদ্ধাচার প্রতিবেদন অর্থনৈতিক সমীক্ষাসহ সকল মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত ।
৫। কর্মসূচি সংক্রান্ত জাতীয় সংসদের প্রশ্ন উত্তর, জি.আর.এস অভিযোগ ও অডিট আপত্তির জবাব প্রদান।
৬। মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশাসনিক কার্যক্রমের পত্র প্রস্তুত, নোটিশ, কার্যপত্র, কার্যবিবরণী ও নথি উপস্থাপন।
৭। প্রশিক্ষণ ক্যালেন্ডার তৈরী, বাজেট প্রণয়ন, ভাতাভোগী বিভাজন।
৮। ইন্টার্ন নিয়োগ সংক্রান্ত, বিভিন্ন দপ্তরের সাথে সমাঝোতা স্মারক এর খসড়া প্রস্তুত, এম.আই.এস ইন্টার অপারেবিলিটি সংক্রান্ত কার্যক্রম।
৯। প্রশিক্ষণের ক্যালেন্ডার প্রস্তুত, সঞ্চালনা, কন্টেন্ট তৈরী, সভার কার্যবিবরণী প্রস্তুত।
১০। Tender, RFQ, EGP সংক্রান্ত বিল প্রস্তুত, এনজিওদের সার্ভিস চার্জের বিল প্রস্তুত ও চেক প্রদান, কর্মসূচির ব্যাংকিং সংক্রান্ত কার্যক্রম।
১১। ভাতাভোগীর বিল, বাজেট, অন্যান্য বিল প্রস্তুত ও অর্থ ছাড়ের প্রস্তাব প্রস্তুতকরণ।
১২। সারেন্ডার বাজেট প্রণয়ন ও প্রেরণ, অডিট আপত্তির জবাব প্রস্তুতকরণ।
#শিশু দিবাযত্ন শাখা:
১। ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করা।
২। ডে-কেয়ার সেন্টারের বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল সংক্রান্ত কাজ।
৩। মাসিক প্রতিবেদন প্রস্তুত।
৪। টেন্ডার/ক্রয় সংক্রান্ত কার্যক্রম।
৫। প্রশাসনিক ও আর্থিক সকল কাজ।
৭। ডে-কেয়ার সেন্টারের খাদ্যের বিলের সকল নোট প্রস্তুত ও খাদ্যের টেন্ডার সংক্রান্ত নথির অনুমোদন।
৮। শ্রান্তি বিনোদন বিলের নোট প্রস্তুত করা।
৯। একাউন্টস/খাদ্যের বিল এবং বিবিধ বিল তৈরি করা ও সংরক্ষণ করা।
#হোষ্টেল শাখা:
১। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ০৯টি কর্মজীবী মহিলা হোষ্টেলের সার্বিক দাপ্তরিক কার্য সম্পাদন করা।
২। হোষ্টেল কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সভা আয়োজন এবং সমন্বয় করা।
৩। বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ করা।
৪। হোষ্টেল কার্যক্রমের তথ্য হালনাগাদ করা; এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন করা।
#পরিবীক্ষণ, সমন্বয় ও সচেতনতা সৃষ্টি শাখা
:
নারী অধিকার ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক মনোভাব ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবীক্ষণ, সমন্বয় ও সচেতনতা সৃষ্টি শাখার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম যেমন-বাল্যবিবাহ প্রতিরোধ, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, মানব পাচার প্রতিরোধ ও অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বাস্তবায়ন করছে।
১। বাল্যবিবাহ প্রতিরোধ :
□ উচ্চ শিক্ষায় নারীদের পিছিয়ে পড়ার ক্ষেত্রে বাল্যবিবাহ একটি অন্যতম কারণ। তাই বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন- বিভিন্ন সভা, দিবস পালন ( আন্তর্জাতিক নারী দিবস,বেগম রোকেয়া দিবস, জাতীয় কন্যা শিশু দিবস ইত্যাদি), উঠান বৈঠক, র্যালী, সমাবেশ, মানববন্ধন, কাজী ও পুরোহিতদের নিকট থেকে বাল্যবিবাহ পড়ানো হবে না মর্মে অঙ্গীকারনামা গ্রহন, জেলা ও জেলাধীন উপজেলায় অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতন করা ইত্যাদি।
□ বাল্যবিবাহ সংঘটিত হওয়ার ঘটনা ঘটলে উপপরিচালক (জেলা) ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ প্রশাসনের সহায়তায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ।
□ উপপরিচালক (জেলা) ও উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, সামাজিক সুরক্ষা কর্মসূচির (ভিডব্লিউবি, ক্ষুদ্রঋণ গ্রহীতা, মা ও শিশু সহায়তা কর্মসূচি) উপকারভোগী মহিলাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
□ মহিলা বিষয়ক অধিদপ্তরসহ জেলা ও উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপনকালে সভা, সমাবেশ, আলোচনা সভা, মানব বন্ধনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার প্রচারনা চালানো হয় ।
□ বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মশালার মাধ্যমে অবহিত করা হয়।
□ জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে অনুষ্ঠিত উঠান বৈঠক নিয়মিত সদর কার্যালয় থেকে ই মনিটরিং করা হয়।
২। কর্মক্ষেত্রে যৌন হয়রানী রোধ:
□ কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে মহামান্য হাইকোর্ট প্রদত্ত নীতিমালার আলোকে অধিদপ্তরে ২০১০ সালে একটি Complaint কমিটি গঠন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের নীচ তলায় একটি অভিযোগ বাক্স রাখা আছে যেখানে অভিযোগকারী লিখিত অভিযোগ প্রদান করতে পারেন। Complaint কমিটির সভা প্রতি তিন মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ে Complaint কমিটি গঠন করা হয়েছে।
□ অধিদপ্তরের নীচ তলায় একটি অভিযোগ বাক্স রাখা আছে। সংরক্ষিত অভিযোগ বাক্সটির অবস্থান সম্পর্কে সকলকে জানানোর লক্ষ্যে ভবনের প্রতি তলায় ছোট নির্দেশক চিহ্ন সম্বলিত বোর্ড স্থাপন করা হয়েছে।
□ কর্মস্থলে যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ তৈরিতে মহামান্য হাইকোর্ট প্রদত্ত নীতিমালা সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সচেতনতা সৃষ্টির জন্য অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
৩। অটিজম বিষয়ক :
□ উপপরিচালক (জেলা) ও উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে অনুষ্ঠিত উঠান বৈঠকে ( নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, ভিডব্লিউবি, ক্ষুদ্রঋণ গ্রহীতা, মা ও শিশু সহায়তা কর্মসূচি) উপকারভোগী মহিলাদেরকে অটিজম সম্পর্কে সচেতন করা হয়।
□ অধিদপ্তরাধীন বাস্তবায়িত সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অটিজম বিষয়টি অর্ন্তভূক্ত করা হয়েছে।
□ ০২ এপ্রিল দেশব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
৪। মানব পাচার প্রতিরোধ:
□ নারী ও শিশু পাচার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপপরিচালক (জেলা) ও উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে অনুষ্ঠিত উঠান বৈঠকে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, ভিডব্লিউবি, ক্ষুদ্রঋণ গ্রহীতা ,মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগী মহিলাদেরকে নারী ও শিশু পাচাররোধ এবং কুফল সম্পর্কে সচেতন করা হয়।
৫। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD) সংক্রান্তঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ১১/০২/২০১৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD) এর সভার কার্যবিবরণীর সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতির (বিস্তারিত) প্রতিবেদন প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রতিমাসে প্রেরণ করা হয়।
রেজিস্ট্রেশন শাখা :
১। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কাজের মনিটরিং এর দায়িত্ব পালন।
২। মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মহিলা স্বেচ্ছাসেবী সমিতিগুলোর উন্নয়ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে
মূল্যায়ণ।
৩। মহিলা স্বেচ্ছসেবী সমিতি সমূহের জন্য বাৎসরিক অনুদান বরাদ্দের প্রস্তাব, বাজেট তৈরি ও চেক বিতরণের যাবতীয়
কার্যক্রম গ্রহণ।
৪। বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের (বামকপ) মূলকমিটি ও উপকমিটির সভা আহবান, কার্যপত্র প্রণয়ন, সভার
কার্যবিবরণী প্রস্তুতসহ সার্বিক কার্যক্রমে সহায়তা করা।
৫। ৬৪ জেলা সাধারণ ও স্বেচ্ছাধীন অনুদানের চেক প্রেরণ ও ঢাকায় কেন্দ্রিয়ভাবে বিশেষ অনুদানের চেক বিতরণ
সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন।
৬। বাৎসরিক অনুদান বিতরণ শেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা।
৭। সমিতি পরিদর্শন এবং সমিতির সমস্যা সমাধানকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
৮। সমিতির বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের মাধ্যমে উপযুক্ত সুপারিশ পেশ।
৯। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#জনসংযোগ শাখা:
১। মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল কর্মসূচি/কার্যক্রম সম্বলিত বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রকাশনার
দায়িত্ব পালন নিশ্চিত করা।
২। জনসচেতনতা বৃদ্ধিকল্পে নারী উন্ননমূলক গুরুত্বপূর্ণ বিষয়াদি গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
৩। জাতীয় পর্যায়ে এবং সদর কার্য়ালয় সহ ৬৪টি জেলা এবং ৪৩০ টি উপজেলায় বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয়
দিবস সমূহ উদযাপনে সহায়তা নিশ্চিত করা।
৪। আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলার উপপরিচালকের কার্য়ালয়ে পত্র প্রেরণ,
যোগাযোগ ও সমন্বয় এবং পোষ্টার, ফেষ্টুন, ব্যানার সরবরাহ ও প্রাপ্ত প্রতিবেদন সমন্বয় নিশ্চিত করা।
৫। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ এবং অন্যান্য অনুষ্ঠান সমূহ গণমাধ্যমে তুলে
ধরার জন্য বিভিন্ন টিভি চ্যানেল ও ইলেকট্রনিক্স মিডিয়ায় অনুষ্ঠান গ্রন্থণা ও প্রচারের ব্যবস্থা গ্রহণের নিশ্চিত করা।
৬। নারী উন্নয়ন কর্মসূচি/গবেষণা কাজে সহায়তার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের লাইব্রেরিতে নারী উন্নয়ন
ইস্যুভিত্তিক দেশী/বিদেশী বিভিন্ন বই ক্রয় ও সংগ্রহ গ্রহণ নিশ্চিত করা।
৭। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#মহিলা সহায়তা কর্মসূচি শাখা:
নারী নির্যাতন প্রতিরোধ সেল:
১। নারী নির্যাতন প্রতিরোধ সেলের সকল প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সংক্রান্ত।
২। মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের সকল প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সংক্রান্ত।
৩। নারী নির্যাতন প্রতিরোধ সেল, মহিলা সহায়তা কেন্দ্র, মহিলা সহায়তা কর্মসূচি, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের ইসার্ভিস, এপিএ, সিটিজেন চার্টার, লিফলেট প্রস্তুতি, প্রচার সংক্রান্ত কার্যাবলী।
৪। কর্পোরেট সিম সংক্রান্ত কার্যাবলী।
৫। রিপোর্টিং সংক্রান্ত সকল কার্যাবলী ।
৬। নারী নির্যাতন প্রতিরোধ সেলে দায়েরকৃত অভিযোগসমূহের শুনানি।
৭। অভিযোগকারীদের আইন পরামর্শ ও সহায়তা প্রদান।
৮। বিভিন্ন তদন্তকার্য সম্পাদন করা।
৯। নিজ শুনানি রেজিষ্ট্রারে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
১০।গাজীপুর আশ্রয় কেন্দ্রের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদী ।
১১। লালমাটিয়া মহিলা সহায়তা কেন্দ্রে বোর্ডার ভর্তি সংক্রান্ত বিষয়াদি।
১২। তথ্যবাতায়ন এর তথ্য তাৎক্ষণিক আপলোড, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রেরণ ও অন-লাইনে সাবমিট।
১৩। স্ব-প্রণোদিত তথ্যের ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রেরণ।
১৪। এপিএ টার্গেট এ ইনোভেশন সংক্রান্ত তথ্য প্রেরণ।।
১৫। জেলা ও উপজেলার তথ্য বাতায়ন মনিটরিং ও ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রেরণ ও অন-লাইনে সাবমিট।
১৬। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#অঙ্গনা
১। স্মার্ট অঙ্গনা বিনির্মান বিষয়ক কাজ তত্ত্বাবধান করা।
২। যাবতীয় মালামালের তথ্য সংরক্ষণ করা।
৩। অঙ্গনার ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদন করা।
৪। অঙ্গনার মালামাল বিক্রয়ে সহায়তা করা।
৫। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন।
#ইনোভেশন শাখা (এপিএ):
১। মহিলা বিষয়ক অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন কর্মপরিকল্পনা এপিএএমএস সফটওয়্যারে প্রণয়ন এবং মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সাথে এপিএ স্বাক্ষরের ব্যবস্থাকরণ।
২। মাঠ পর্যায়ের কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন কর্মপরিকল্পনা এপিএএমএস সফটওয়্যারে প্রণয়নে সার্বিক সহায়তাকরণ।
৩। মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মাঠ পর্যায়ের উপপরিচালকগণের সাথে এপিএ চুক্তি স্বাক্ষরের ব্যবস্থাকরণ।
৪। ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক প্রতিবেদন প্রস্তুত এবং এপিএএমএস সফটওয়্যারে দাখিলকরণ।
৫। মাঠ পর্যায়ের কার্যালয়ের বাৎসরিক প্রতিবেদনের মূল্যায়ন করে ফলাবর্তক করা।
৬। বৎসরে ০৬ (ছয়)টি এপিএ টিমের সভা আয়োজন।
৭। সদর কার্যালয়ের ডি নথি কাযক্রম তদারকী ও সমস্যা সমাধান।
৮। মাঠ পর্যায়ের ডি নথির কার্যক্রম তদরকী ও সমস্যা সমাধানের সুপারিশ।