Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২২

এক নজরে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি

মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমীর প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম:

 

জাতীয় উন্নয়নের পূর্বশর্ত অর্থনীতির মূলস্রোতধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। তাই নারীর দক্ষতা উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমীর  আওতায় তৃণমূল পর্যায়ে স্বল্প শিক্ষিত, দু:স্থ মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়, ৬৪টি জেলায় জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক কর্মসূচি  ও উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (WTC) এবং ০৭টি জেলায় ০৭টি আবাসিক ও ০১টি অনাবাসিক  প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া অত্র দপ্তরের সুবিশাল কর্মকান্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত মান এবং কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য বার্ষিক প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সংখ্যায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। 

এক নজরে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি

 

মানব সম্পদ উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থান

জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমী- মহিলা বিষয়ক অধিদপ্তর

বৃত্তিমূলক প্রশিক্ষণ

কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (প্রধান কার্যালয়)

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী, জিরানী, গাজীপুর।

গ্রামীণ মহিলাদের কৃষি ভিত্তিক প্রশিক্ষন কেন্দ্র জিরানী,গাজীপুর।

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ

মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, জিরাবো, সাভার, ঢাকা

মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, বাগেরহাট

মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর

মা ফাতেমা (রা:) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স , সারিয়াকান্দি, বগুড়া

মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, রাজশাহী

 

ফাউন্ডেশন প্রশিক্ষণ

মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের পেশাগত মান ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফাউন্ডেশন প্রশিক্ষণ প্রদান করা হয়। 
ষ্টাফ উন্নয়ন প্রশিক্ষণ
মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা, উপজেলা কার্যালয়ের মহিলা বিষয়ক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মচারীদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

কম্পিউটার প্রশিক্ষণ

দাপ্তরিক কাজে দক্ষতা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তিতে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়কে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ই-ফাইলিং /ডি- ফাইলিং প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

জাতীয় মহিলা প্রশিক্ষণ  উন্নয়ন একাডেমীর ২০২১-২০২২অর্থ বছরের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি

 

বৃত্তিমূলক প্রশিক্ষণ

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম,  মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

 

প্রধান কার্যালয় ,মহিলা বিষয়ক

১। দর্জি বিজ্ঞান

৪ মাস

১৫

১৭

অধিদপ্তর, ঢাকা

 

সাবিনা নাসরীন

সহকারী পরিচালক

মোবাইল নম্বর: ০১৯১৭৪২৮২২৭

২। ব্লক, বাটিক এন্ড টাইডাই

৪ মাস

১৫

০৮

৩। এমব্রয়ডারী

৪ মাস

১৫

০৮

 

 খ) কর্মকর্তা  কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণঃ  ২০২১-২২ অর্থ  বছরের (জুলাই ২০২১ - মার্চ ২০২২) 

 

ক্র:নং:

     প্রশিক্ষণের বিষয়

লক্ষ্যমাত্রা

অর্জন

১.

ই-ফাইলিং রিফ্রেসার্স/ ডি- ফাইলিং

-১৫০ জন

৫টি ব্যাচে ১২৫ জন

২.

চাকরি বিধানাবলী বিষয়ক প্রশিক্ষণ

২৫ জন

১টি ব্যাচে ২৫জন

৩.

পিপি এ ২০০৬ এবংপিপিআর ২০০৮ বিষয়ক

২৫ জন

১টি ব্যাচে ২৫ জন

৪.

শুদ্ধাচার  কর্মপরিকল্পনা ও এপিএ বিষয়ক প্রশিক্ষণ

৫০জন

১টি ব্যাচে ২৩জন

৫.

অফিস ব্যবস্থাপনা বিষয়ক  প্রশিক্ষণ

২৫ জন

১টি ব্যাচে ২৫ জন

৬.

প্রমিত দাপ্তরিক ভাষা বিষয়ক প্রশিক্ষণ

৫০ জন

২টি ব্যাচে ৫০ জন

৭.

উদ্যোক্ত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

২৫ জন

১টি ব্যাচে ২৫ জন

৮.

দূর্যোগমোকাবেলাএবংব্যস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

৫০ জন

২টি ব্যাচে ৫০জন

৯.

এস.ডি.জি বিষয়ক প্রশিক্ষণ

২৫ জন

১টি ব্যাচে ২৪ জন

১০.

শিষ্টাচার ও আচারণ বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ

৭৫ জন

৩টি ব্যাচে ৭৫জন

১১.

আইন বিষয়ক প্রশিক্ষণ

২৫ জন

          ১টি ব্যাচে  ২৫জন

                                                                            মোট=

৫২৫ জন

      মোট=        ৪৭২ জন

 

দেশী/বিদেশী  প্রশিক্ষণে মনোনয়নঃ

 

     

১.

স্বাস্হ্য ও সেবা বিভাগ . স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।

 ৪জন

     
     

 

মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (WTC)

 

গ্রামীণ দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে WTC  একটি গুরত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি। পুরাতন ১৩৬ টি  উপজেলায় ১টি ট্রেডে  দু:স্থ, দরিদ্র ও স্বল্প শিক্ষিত মহিলাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। 

 

 

ক্রঃনং

      বিষয়                                       

 ব্যাচ     

           সংখ্যা

২০২১-২২ অর্থ  বছরের ৩টি ব্যাচে  প্রশিক্ষণার্ধীর সংখ্যা 

১.

দর্জি বিজ্ঞান

৪ ব্যাচ

৩০x১৩৬=৪০৮০  জন (প্রতি ব্যাচে)

১২,২৪০ জন

 

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (প্রধান কার্যালয়)

 

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি মহিলা বিষয়ক অধিদপ্তরের ৯ম তলায় অবস্থিত। এ কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ২টি উন্নতমানের কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব রয়েছে এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নারীবান্ধব পরিবেশে দক্ষ প্রশিক্ষক দ্বারা উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

 

২০২১-২২ অর্থ  বছরের (জুলাই ২০২১ - মার্চ ২০২২)  প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি

 

ক্রঃ নং

কোর্সের নাম

কোর্সের মেয়াদ

কোর্স ফি

প্রশিক্ষণাথীর

 সংখ্যা

 

১।

Computer Basic (MS-Word, Excel & PowerPoint)

৪ মাস

২,৫০০/-

 ১৪ জন

 

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী, জিরানী, গাজীপুর

 

নারীর দক্ষতা ও ক্ষমতায়নে এই প্রশিক্ষণ একাডেমী ১৯৯৮ সনে গাজীপুর জিরানীতে প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৮-৩৫ বৎসর বয়সী মহিলাদের বিউটিফিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলারিং এবং ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন অপারেটর এন্ড মেইনটেনেন্স ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্ণিত ট্রেডসমূহে ৩মাসে (৪টি ব্যাচে) মোট ১৬০জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সময় প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয় এবং প্রতি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তির পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভাতা হিসেবে ৯০০(নয়শত) টাকা প্রদান করা হয়। সকল ট্রেড কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড।

মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বেসরকারী প্রতিষ্ঠানের এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কেন্দ্রে ইন্ডান্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণের মেয়াদ ০৩ মাস এবং প্রত্যেক ব্যাচে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্তদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে চাকুরীর ব্যবস্থা করা হয়ে থাকে।

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম,  মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী, জিরানী,গাজীপুর (আবাসিক)

 সুরাইয়া আক্তার

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(মূলপদ:উপজেলা মহিলা কিষয়ক কর্মকর্তা)        

মোবাইল নম্বর:

১। বিউটিফিকেশন

৩ মাস

৩০

২২

 

 

 

 

২৮৪

২। মোবাইল ফোন সার্ভিসিং

৩ মাস

১০

৩২

৩। কম্পিউটার অফিস

এপ্লিকেশন

৩ মাস

৬০

 

১০৯

 

৪। ড্রেস মেকিং এন্ড টেইলারিং

৩মাস

৬০

 

২৯

 

৫। ইন্ডষ্ট্রিয়াল সুইংমেশিন অপারেটর এন্ড মেইনটেনেন্স

৩ মাস

 

 

৩০

 

         ১১

০১৭৭৯১৭০৫৪৬

৬। UCEP এর মাথে MOU এর মাধ্যমেইন্ডষ্ট্রিয়াল সুইংমেশিন অপারেটর এন্ড মেইনটেনেন্স

৩ মাস

 

১০০

    ৮১

 

 

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়ময়নসিংহ

 

 নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের নামে ১৯৯৫ সালে দিঘারকান্দা, ময়মনসিংহ এ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এ কেন্দ্রে হাউজ কিপিং এন্ড কেয়ার গিভিং, বিউটিফিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলারিং (আবাসিক, অনাবাসিক) এবং কম্পিউটার অফিস এপ্লিকেশন ট্রেডে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষ জনশক্তিরূপে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিউটিফিকেশন ট্রেডটি কারিগরি শিক্ষা বোর্ডের এর সাথে এফিলিয়েটেড। প্রতি ব্যাচে ০৪টি ট্রেডে ১৫০ করে ০৩মাস মেয়াদে বছরে ০৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয় এবং প্রতি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তির পর প্রত্যেক প্রশক্ষণার্থীকে ভাতা হিসেবে ৯০০(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

 

বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ (আবাসিক)

মো: মোজাম্মেল হোসেন

উপপরিচালক

মোবাইল নম্বর: ০১৫৫২৩৯৫০৭৩

১।হাউজ কিপিং এন্ড কেয়ার গিভিং

৩ মাস

২৫

২৮

২৮৮

২।বিউটিফিকেশন

৩ মাস

২৫

৩৯

৩। আধুনিক গার্মেন্টস, (অনাবাসিক ও আবাসিক)

৩ মাস

 

৫০

১০২

৪। কম্পিউটার অফিস এপ্লিকেশন

৩ মাস

২৫

১১৯

 

মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, জিরাবো, সভার, ঢাকা

দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা এখানে মাশরুম ও জৈব চাষাবাদ, পেষ্ট্রী এন্ড বেকারী প্রোডাক্ট, ড্রেস মেকিং এন্ড টেইলারিং, বেসিক কম্পিউটার এবং হর্র্টিকালচার এন্ড নার্সারী বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। পেষ্ট্রী এন্ড বেকারী প্রোডাক্ট ট্রেডটি কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড। বর্ণিত ৫টি ট্রেড সমূহে ০৩মাস ব্যাপি ০৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয় এবং প্রতি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তির পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভাতা হিসেবে ৯০০(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

 

মহিলা কৃষি প্রশিক্ষন কেন্দ্র, জিরাবো, সাভার, ঢাকা (আবাসিক)

মিনু পারভীন

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(মূলপদ:উপজেলা মহিলা কিষয়ক কর্মকর্তা)

মোবাইল নম্বর: ০১৭১২১৯৫৬৫৯

১। মাশরুম ও জৈব চাষাবাদ

৩ মাস

১৫

২৫

১৬৬

২।পেষ্ট্রি এন্ড বেকারী প্রোডাক্ট

 

৩ মাস

 

১৫

৪২

৩।ড্রেস মেকিং এন্ড টেইলারিং

৩ মাস

১০

৩৯

৪। বেসিক কম্পিউটার

৩ মাস

১০

৬০

৫। হর্টিকালচার এন্ড নার্সারী

৩ মাস

১০

০০

 

গ্রামীণ মহিলাদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র, জিরানী, গাজীপুর (অনাবাসিক)

কৃষি ক্ষেত্রেও নারী সমাজ পিছিয়ে নেই। এ প্রশিক্ষণ কেন্দ্রে মহিলাদের সমন্বিত কৃষি ও মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ব্যাচে ১৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানটি ১৯৯২ সনে যাত্রা শুরু করে। প্রতি ব্যাচে ১৫জন করে ০৩ মাস মেয়াদে বছরে ০৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকলীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/-(একশত) টাকা হারে ভাতা প্রদান করা হয়। ২০২০-২০২১ অর্থবছরে ৩০ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

 

গ্রামীণ মহিলাদের কৃষি ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী,গাজীপুর (অনাবাসিক))

জেবুন নাহার নার্গিস

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(মূলপদ:উপজেলা মহিলা কিষয়ক কর্মকর্তা)

মোবাইল নম্বর: ০১৭১১১৮৭৫১৩

১। সমন্বিত কৃষি ও মৎস্য চাষ

৩ মাস

১৫

৩৮

৩৮

 

 

মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, বাগেরহাট

 

খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাতে এ প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। এ প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০০ সনে প্রতিষ্ঠিত হয়। এ কেন্দ্রে বিউটিফিকেশন, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৩টি ট্রেডই কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড। প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয় এবং প্রতি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তির পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভাতা হিসেবে ৯০০(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

 ২০২১-২০২২ অর্থ বছরের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদিঃ

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

 

মহিলা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট,বাগেরহাট(আবাসিক)

ড. মোহা: মোখলেছূর রহমান

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

মূলপদ প্রশিক্ষক (মৎস্য )

মোবাইল নম্বর: ০১৭১১০৫৯৮০৭

১।  বিউটিফিকেশন

৩ মাস

৩০

৫৫

২৭৬

২। কম্পিউটার অফিস এপ্লিকেশন

৩ মাস

৩০

১১১

৩। ড্রেস মেকিং এন্ড টেইলারিং

৩ মাস

৩০

১১০

 

 

মহিলা হস্তশিল্প  কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

 

১৮০

  মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর (আবাসিক)

মো: মোর্শেদ আলী খান

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 (মূলপদ:উপপরিচালক)

মোবাইল নম্বর: ০১৭৭৬৮৬৬৭১৬

১। আধুনিক গার্মেন্টস,

৩ মাস

২০

৬০

২। ড্রেস মেকিং এন্ড টেইলারিং

৩ মাস

৩০

 

৬০

৩। বেসিক কম্পিউটার

 

 

৩ মাস

১০

 

 

 

৬০

 

 

মা ফাতেমা (রা:) মহিলা প্রশিক্ষণ  উন্নয়ন কমপে­ক্স, সারিয়াকান্দি, বগুড়া

দেশের সুষম উন্নয়নে নারী অংশ গ্রহণ আজ দৃশ্যমান। নারীর দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন কল্পে বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলায় মা ফাতেমা (রা:) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপে­ক্স প্রস্থাপন কারা হয়েছে। এ প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ আবাসিক সুবিধায় কনজিউমার ইলেকট্রনিক্স মটোর সাইকেল সার্ভিস মেকানিক্স ইলেকট্রিশিয়ান কোর্সে ৩ মাস মেয়াদে প্রশিক্ষন প্রদান করা  হয়।

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, মোবাইল নম্বর

প্রশিক্ষণ কর্মসূচির নাম

প্রশিক্ষণের মেয়াদ

আসন সংখ্যা

প্রশিক্ষণার্থীর সংখ্যা(৩টি ব্যাচে)

মোট

 

১০০

মা-ফাতেমা (রা:) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স , সারিয়াকান্দি, বগুড়া ( আবাসিক)

লায়লা পারভীন নাহার

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(মূলপদ:উপজেলা মহিলা কিষয়ক কর্মকর্তা)

মোবাইল নম্বর: ০১৭৮২০৪৬২৬৯

১। কনজিউমার ইলেকট্রনিক্স

৩ মাস

২০

 

 

    ৪০

২। মটোর সাইকেল সার্ভিস মেকানিক্স

৩ মাস

১০

২০

৩।  ইলেকট্রিশিয়ান

৩ মাস

২০

৪০

 


 

মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, রাজশাহী

 

২০২১-২২ অর্থ  বছরের (জুলাই ২০২১ - মার্চ ২০২২)  প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাদি

 

ক্রঃ নং 

                      বিষয়                   

  ব্যাচ              

      সংখ্যা                    

 ১।

 স্বেচ্ছাসেবি মহিলা নেতৃবৃন্দের স্বক্ষমতা বিকাশ প্রশিক্ষণ

প্রতি ব্যাচে ৬০জন

৬টি ব্যাচে ৩৬০ জন

     ৩১৩জন

 ২।

 অধিদপ্তরের জেলা ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রতি ব্যাচে ২০জন

২টি ব্যাচে ৪০জন

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon