Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০১৫

এক নজরে ভিজিডি কর্মসূচি

এক নজরে ভিজিডি কর্মসূচি

 

 

 

ভূমিকা:ভিজিডি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি (Safety Net Programme)। দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি তাদের স্বাবলম্বী/আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় নির্বাচিত এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই কর্মসূচির উপকারভোগীরা ১০০% মহিলা। প্রতিটি চক্র দুই বছর অর্থাৎ ২৪ মাস মেয়াদী।২০১৫-২০১৬ চক্র শুরু হয়েছে ১ জানুয়ারী ২০১৫ এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০১৬।২০১৫-২০১৬চক্রে ৪৮৮ টি উপজেলায় উপকারভোগীর সংখ্যা ৭ লক্ষ ৫০ হাজার জন। খাদ্য বরাদ্দ, পরিবহন ব্যয়,অন্যান্য ব্যয় এবং উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় প্রশিক্ষণ ব্যয় বাবদ ২০১৪-২০১৫ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব খাতে মোট বাজেট ৯৩১,৯৫,৩৬,০০০/- (নয়শত একত্রিশ  কোটি পঁচানব্বই লক্ষ ছত্রিশ হাজার) টাকা।   

উপকারভোগী নির্বাচন

৬৪ জেলা ৪৮৮ টি উপজেলা ৪,৫৪৭টি ইউনয়নের ২০১৫-২০১৬ চক্রের জন্য উপকারভোগী মহিলা নির্বাচন করা হয়েছে।

খাদ্য বরাদ্দ

          ৪৮৮ টি উপজেলার ভিজিডি উপকারভোগীকে মাসে ৩০কেজি হারে প্রাপ্যতার সাপেক্ষে গম/চাল এবং ৩টি পার্বত্য জেলার ২৫টি উপজেলায় মাথাপিছু ৩০ কেজি হারে আতপ চাল বিতরণ করা 

 

               উন্নয়ন প্যাকেজ সেবা (Development Package Service)

 

২০১৪-২০১৫ অর্থ বছরে প্রশিক্ষণ খাতে বাজেট বরাদ্দ ৩১ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা। ২০১৫-২০১৬ চক্রে ভিজিডি উপকারভোগী মহিলাদের উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় প্রশিক্ষণ প্রদানের জন্য  জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট কমিটি কর্তৃক যাচাই-বাছাই পূর্বক  এনজিও নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচিত এনজিওর সাথে চুক্তি সম্পাদনের পর সংশ্লিষ্ট এনজিও কর্তৃক উপকারভোগী মহিলাদের মধ্যে  উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় সামাজিক সচেতনতা ও আয়বর্ধক প্রশিক্ষণ,উদ্যোক্তা উন্নয়ন, সঞ্চয় এবং চাহিদার ভিত্তিতে ক্ষুদ্রঋণ প্রদান করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী প্রতি উপকারভোগীর জন্য বার্ষিক ৪২৫/- টাকা হারে এনজিওকে সার্ভিস চার্জ প্রদান করা  হবে।  

পরিবহণ ব্যয়

২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটে মাঠ পর্যায়ে ভিজিডি খাদ্য পরিবহন ব্যয় বাবদ ৫,৪৭,৫০,০০০/-(পাঁচ কোটি সাত চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার মাত্র) টাকা বরাদ্দ রয়েছে। সমতল, হাওড় ও পাহাড়ি এলাকা ভেদে কিঃ মিঃ হিসাবে প্রতি মেট্রিক টনের জন্য পরিবহণ ব্যয়ের মঞ্জুরী আদেশ মন্ত্রণালয়ের  অনুমোদন সাপেক্ষে  মাঠ পর্যায়ে বিতরণ করা হয়।

অন্যান্য ব্যয়

২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট হতে ২০১৫-২০১৬ ভিজিডি চক্রের নতুন উপকারভোগী নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে ইউনিয়ন ও উপজেলায় অবহিতকরণ সভা এবং সদর কার্যালয়ে জেলা কর্মকর্তাদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপকারভোগী নির্বাচনের জন্য প্রচার/মাইকিং বাবদ বরাদ্দ প্রেরণ করা হয়েছে। বিশব খাদ্য কর্মসূচি কারিগরী সহযোগিতা প্রদান করে যাচ্ছে। সরকারি অর্থায়ণে রাইস ফরটিফিকেশন কার্যক্রম এবং ভিজিডি উপকারভোগী মহিলাদের ডাটা-বেইজ করার বরাদ্দসহ অন্যান্য ব্যয় খাতে ২০১৪-২০১৫ অর্থবছরের সর্বমোট বাজেট ৭,৫৪,৪৪,০০০/-(সাত কোটি চুয়ান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা।

সঞ্চয়

উপকারভোগীগণ সাপ্তাহিক ১০/- (দশ) টাকা করে মাসে ৪০/- (চলি­শ) টাকা সঞ্চয় জমা করছে। এই টাকা এনজিও এবং উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ একাউন্টে জমা রাখা হয়। চক্র শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মুনাফাসহ সঞ্চয়ের জমাকৃত টাকা

উপকারভোগীদের মাঝে বিতরণ করা  হয়। উপকারভোগী মহিলা ইচ্ছা পোষন করলে

এনজিওদের নিকট হতে ঋণ  নিয়ে ক্ষুদ্র ব্যবসা করতে পারে। সেক্ষেত্রে এনজিও  তাদের উৎপাদন, বাজারজাত ও অন্যান্য বিষয়ে সহযোগিতা করবে। 

মনিটরিং

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ মাসে কমপক্ষে ৪টি কেন্দ্রের খাদ্য বিতরণ এবং ০৪টি করে প্রশিক্ষণকেন্দ্র  নিয়মিত মনিটরিং করেন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ মাসে কমপক্ষে ২টি কেন্দ্রের খাদ্য বিতরণ এবং ২টি করে প্রশিক্ষণকেন্দ্র নিয়মিত মনিটরিং করেন।  অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিশ্বখাদ্য কর্মসূচি, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা/উপজেলা এবং সদর কার্যালয়ের কর্মকর্তাগণ একক/যৌথভাবে পরিদর্শন করেন। সদর কার্যালয়ের ১ম শ্রেণীর কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে অন্যান্য কর্মসূচি পরিদর্শনের সাথে ভিজিডি কর্মসূচির বাসত্মবায়ন অগ্রগতি পরিদর্শন করেন। তাছাড়াও নিয়মিত  জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ যৌথভাবে পরিদর্শন করে থাকেন ।

রিপোটিং

প্রতি মাসে খাদ্য বিতরণের মাসিক প্রতিবেদন উপজেলা থেকে ৭ তারিখের মধ্যে সংশি­ষ্ট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা কার্যালয় উপজেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সমন্বয় কম্পিলিট  করে সদর কার্যালয়ে ১৫ তারিখের মধ্যে প্রেরণ করেন।