Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২২

আত্ম-কর্মসংস্থান কর্মসূচী

দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি

· মহিলাদের আত্ম -কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

· চাকুরী বিনিয়োগ তথ্য কেন্দ্র

কর্মসূচির নামঃ  ‘‘মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম’’

সময়ঃ  ২০০৩-০৪ হতে ২০২১-২০২২ অর্থ বছরের বছর ওয়ারী অগ্রগতির প্রতিবেদন।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ দুঃস্থ ও অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন ও আত্ম-কর্মসংস্থানের  সুযোগ সৃষ্টি করা। দেশের অবহেলিত ও বঞ্চিত মহিলা জনগোষ্ঠির আত্মসচেতনতা বৃদ্ধি,তাদের অধিকার সংরক্ষণ ও উৎপাদনশীলতার দিক উন্মোচন করে তাদেরকেআত্ম নির্ভরশীল করে গড়ে তোলাই এ কার্যক্রমের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য। মহিলারা ঋণের অর্থ দিয়ে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি যেমন সেলাই মেশিন ক্রয়, গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন, ক্ষুদ্র  ব্যবসা, মৎস্য চাষ, নার্সারী ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া এ ঋণ কর্মসূচির মাধ্যমে মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয় কার্যক্রম যেমন- স্যানিটারী ল্যাট্রিন ব্যবহার, ছেলে-মেয়েদের স্কুলে প্রেরণ, জন্ম নিবন্ধন, জন্ম নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের রোগ প্রতিষেধক টিকা ইনজেকশন প্রদান, বিশুদ্ধ পানি পান, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়ে থাকে।

বিবরণঃ ‘‘মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম’’ কর্মসূচিটি ২০০৩-০৪ হতে ২০২১-২০২২ অর্থ বছর পর্যন্ত দেশের ৬৪টি জেলার আওতাধীন ৪৮৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। ২০০৩-০৪ হতে ২০২১-২০২২ অর্থ বছরের ফেব্রুয়ারি/২০২২  পর্যন্ত মোট বরাদ্দ ৫৬.৫৩২০ (ছাপ্পান্ন কোটি তিপ্পান্ন  লক্ষ বিশ হাজার) টাকা। উক্ত টাকা ক্রমপুঞ্জিত ভাবে ঘূর্ণায়মান আকারে ১৫৪.১৯৮০ (একশত চুয়ান্ন কোটি উনিশ লক্ষ আশি হাজার) টাকা ১,৪৯,২২১ জন দুঃস্থ ও অসহায় মহিলার মধ্যে  বিতরণ করা হয়েছে এবং মোট আদায় হয়েছে ১২২.৬১৯০ (একশত বাইশ কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার) টাকা। যার বছর ওয়ারী অগ্রগতির প্রতিবেদন নিম্নরূপঃ                                                                                                                                 

                                                                                                                                                                                         (কোটি টাকায়)

অর্থ বছর

মোট বরাদ্দ

মোট বিতরণ

মোট আদায়

আদায়ের হার

উপকারভোগী

২০০৩-২০০৪

১০.০০

 

১০.০০

 

৬.০০

 

৬০%

২০০০০ জন

২০০৪-২০০৫

৫.০০

 

১০.১০

 

৭.০০

 

৬৯.৩১%

১২২০০ জন

২০০৫-২০০৬

৮.২৫

 

১১.২৫

 

৭.৯০

 

৭০.২২%

১৪৪০০ জন

২০০৬-২০০৭

৬.০০

 

১০.৭০১৪

 

৭.০০৫৮

 

৬৫.৪৭%

৮০০৩ জন

২০০৭-২০০৮

৩.০০

 

৭.১৪৬৮

 

৫.৩০

 

৭৪.১৬%

৫২২১ জন

২০০৮-০৯

বরাদ্দ দেয়া হয়নি

৩.০০

 

১.৭০

 

৫৬.৬৭%

৩০০০ জন

২০০৯-১০

বরাদ্দ দেয়া হয়নি

৫.৩০

 

৪.৯০

 

৯২.৪৫%

৫৩০০ জন

২০১০-১১

বরাদ্দ দেয়া হয়নি

৬.৯৯৯৫

 

৫.২৫৬৯

 

৭৫.১০%

৬৯৯৯ জন

 

২০১১-১২

.৫০

৭.৬৪৫০

 

৫.৫১০৬

 

৭২.০৮%

৭৬৪৫ জন

২০১২-১৩

.৫০

৯.৬৩১৬

 

৭.১০১০

 

৭৩.৭৩%

৯৬৩১জন

২০১৩-১৪

০.৫০

১১.৪৫১৭

 

৮.৯৪৪৫

 

৭৮.১০%

১১৪৫১ জন

২০১৪-১৫

১.০০

৫.০৭১৩

 

৫.০০২৫

৯৮.৬৪%

৩৭৪৬ জন

২০১৫-১৬

১.২৫

৬.৪৫৭০

 

৬.৭৮৯৬

১০৫.১৫%

৫০৮৬ জন

২০১৬-১৭

১.৫০

৭.৯৩৭৫

৭.৮৯৩৯

৯৯.৪৫%

৬৪২৯ জন

           

২০১৭-১৮

২.০০

৮.৬৪৬৬

৭.১২৬৫

৮২.৪১%

৭০১০ জন

২০১৮-১৯

২.৫০

১২.৭৩৬৮

৯.১৫১৪

৭১.৮৫%

৬৮৭০ জন

২০১৯-২০

৩.০০

৩.৭৭০৮

৭.৩৪০৩

১৯৪.৬৬%

৪৪৭০ জন

২০২০-২১

৩.০০

১১.১৭১১

৭.৩২৩৫

৬৫.৫৫%

৭৯০০ জন

২০২১-২২

২.২৫

৫.১৮০৯

৫.৩৭২৫

১০৩.৭০%

৩৮৬০ জন

মোট (জিওবি)

৫৩.২৫

-

-

-

-

PKSF এর ফান্ড এবং ‘জয়িতা’র সার্ভিস চার্জ হতে প্রাপ্ত

(২০২০-২১)

৩.২৮২০

-

-

-

-

সর্বমোট=

৫৬.৫৩২০

১৫৪.১৯৮০

১২২.৬১৯০

৭৯.৫২%

১,৪৯,২২১ জন

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon