Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০২২

আর্থ-সামাজিক উন্নয়ন

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা

(১) নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি ‘জয়িতা’

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় বর্তমান সরকারের তিন বছরের সাফল্যজনক কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচির আওতায় পরিচালিত ধানমন্ডিস্থ রাপা প্লাজার ৪র্থ ও ৫ম তলায় স্থাপিত ‘জয়িতা’বিপণন কেন্দ্র । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১৬-১১-২০১১ তারিখ হোটেল রূপসী বাংলা থেকে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়িতার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং জয়িতার লগো উন্মোমচন করেন।

পটভুমিঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সারা দেশে তৃণমূল পর্যায়ে ১৬০০০ এর অধিক নিবন্ধিত স্বেচছাসেবী মহিলা সমিতি রয়েছে। তৃণমূল পর্যায়ের এ সকল সমিতির সদস্যদের মধ্যে অসংখ্য ছোট ছোট নারী উদ্যোক্তা রয়েছে। পর্যাপ্ত ও অনুকুল নারী বান্ধব অবকাঠামো না থাকার কারণে তৃণমূল পর্যায়ের ছোট ছোট নারী উদ্যোক্তাগণ তাদের সমিতির সদস্যদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণে কার্যকর কোন ভূমিকা রাখতে পারতেন না। এ সমসত্ম নারী উদ্যোক্তাগণ তাদের পন্য বা সেবা বিপণনে যথেষ্ট অভিজ্ঞ নন। ছোট ছোট নারী উদ্যোক্তাদেরকে তাদের উৎপাদিত পন্য বা সেবা বাজারজাতকরনের জন্য মধ্যস্বত্ত্ব ভোগীদের উপর নির্ভর করতে হয়। ফলে নারী উদ্যোক্তারা পূর্ণাঙ্গ সুফল ভোগ করতে পারতেন না এবং উদ্যোগগুলি টেকসই হত না।

লক্ষ্য উদ্দেশ্যঃ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র-ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিপণন এবং বাজারজাতকরণের লক্ষ্যে জয়িতার মাধ্যমে একটি নারী উদ্যোক্তা বান্ধব আলাদা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে সারা দেশ ব্যাপী গড়ে তোলার প্রয়াস নেয়া হয়েছে। এতে করে নারী উদ্যোক্তা উন্নয়নে গতি সঞ্চারিত হবে; নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; নারী ও পুরুষের বৈষম্য হ্রাস পাবে। সর্বোপরি নারীর ক্ষমতায়ন এবং পর্যায়ক্রমে দেশের দারিদ্র বিমোচন হবে।

পরিচালনা ব্যবস্থাপনাঃ জয়িতা বিপণি কেন্দ্রের একটি সাধারণ পর্ষদ রয়েরছ। এককালীন অফেরতযোগ্য নির্দিষ্ট পরিমাণ চঁাদা জমা দিয়ে নিবন্ধনকৃত স্বেচছাসেবী মহিলা সমিতি সাধারণ পর্ষদের সদস্য হবেন। পর্ষদ জয়িতার উদ্দেশ্য, লক্ষ্য ও বাসত্মবায়ন কৌশলের সাথে সংগতিপূর্ন একটি পূর্নাঙ্গ নীতিমালা প্রণয়ন করবে। ন্যূনতম বছরে দুইবার সাধারণ পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সাধারণ পর্ষদ বাৎসরিক কর্ম পরিকল্পনা, বাজেট অনুমোদন করবে এবং কর্মপরিকল্পনা বাসত্মবায়ন অগ্রগতি মূল্যায়ন করবে। সাধারণ পর্ষদের ২/৩ অংশ সদস্যের সম্মতিক্রমে নীতিমালায় যে কোন মৌলিক পরিবর্তন/পরিবর্ধন/ পরিমার্জন করা যাবে।

জয়িতা বিপণি কেন্দ্রের নয় সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে। তনমধ্যে ছয় জন সদস্য সাধারণ পর্ষদের সদস্যদের ভোটে এক বছরের জন্য নির্বাচিত। অবশিষ্ট তিন জন পরিচালনা পর্ষদের সদস্য যথা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িতেব নিয়োজিত মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী, উক্ত মন্ত্রণালয়ের সচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক অফিসিয়াল সদস্য হিসেবে সংযুক্ত হবেন। এই তিনজন আরবিট্রেটরী হিসেবেও দায়িতব পালন করবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী পদাধিকার বলে পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ভাইস-চেয়ারপার্সন ও অধিদপ্তরের মহাপরিচালক পরিচালনাপর্ষদের সদস্য-সচিব হিসেবে দায়িতব পালন করবেন।

গতিশীলতার সাথে জয়িতা পরিচালনার জন্য একজন প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৪জন পরামর্শক সমন্বয়ে একটি নির্বাহী পর্ষদ রয়েছে। তারা জয়িতার বিপণি কেন্দ্রের সার্বিক পরিচালনায় দৈনন্দিন নির্বাহী দায়িতব পালন করবেন।

Cheif Executive Officer (CEO) ও ৪ জন পরামর্শকগণের দায়িতব জয়িতার Brand Image গড়ে তোলা ও Profit Maximization করা।

Corporate culture অনুসারে বিপণি কেন্দ্র পরিচালিত হবে। পণ্যের গুনগত ও নান্দনিক মান নিয়ন্ত্রণ, সাশ্রয়ী মূল্য, গ্রাহক সেবা ইত্যাদির উপর সর্বোচ্চ গুরুত্বদান করে গ্রাহকদের আস্থা অর্জন করাই জয়িতা-র মূল লক্ষ্য।

অবকাঠামোগত অবস্থাঃ নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচির আওতায় পরিচালিত ধানমন্ডিস্থ রাপা পস্নাজার ৪র্থ ও ৫ম তলায় স্থাপিত ‘জয়িতা’ বিপণন কেন্দ্রে ১৩৯টি স্টল স্থাপন করা হয়েছে যা ১৮০টি সমিতির মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। ১৩৯টি ষ্টলের মধ্যে ১০টি দেশীয় খাবার স্টল, ৬টি কৃষি পণ্য ও ১২৩টি হসত্মশিল্পজাত পণ্যের স্টল রয়েছে। ৫ম তলায় একটি বিনোদনের জন্য একটি সাংস্কৃতিক মঞ্চ রয়েছে। যেখানে দেশীয় ও ঋতু ভিত্তিক পালা পার্বন এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে । ৫ম তলায় শিশুদের জন্য একটি চিলড্রেন কর্ণার রয়েছে। ৫ম তলায় জয়িতার একটি প্রশাসনিক অফিস ও সভা কক্ষ রয়েছে। উদ্যোক্তা এবং সেলস্ গার্লদের জন্য নামাজের স্থান রয়েছে।

বাণিজ্যিক লিংকেজঃ পণ্য যোগানের ক্ষেত্রে তৃণমূল পার্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সমিতি মহিলারাও ধীরে ধীরে জয়িতার সাথে সম্পৃক্ত হচেছন। বাজার ব্যবস্থা সম্প্রসারণে একজন মার্কেটিং কনসালট্যান্ট কাজ করছেন। প্রচার ও ব্র্যান্ড-ইমেজ গড়ে তুলতে একজন কনসালট্যান্ট নিয়োগ দেয়া হয়েছে। উদ্যোক্তাদেরকে আধুনিক ফ্যাশন ও ডিজাইন সম্পর্কে প্রশিক্ষণদানের জন্য একজন ডিজাইন কনসালট্যান্ট রয়েছেন। আইটির মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় প্রবেশ ও প্রচার বং জয়িতা-র ব্র্যান্ড-ইমেজ গড়ে তোলা হবে। জয়িতা-র একটি ওয়েভ সাইট (www.joyeeta.com.bd) রয়েছে।

কর্মসূচির মেয়াদ বরাদ্দঃ নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি তথায় জয়িতার বাসত্মবায়নকাল ফেব্রম্নয়ারি-২০১১ জুন-২০১৩ পর্যমত্ম । জয়িতা বাসত্মবায়নে বরাদ্দকৃত অর্থের পরিমান ৭০৫.৭০ লক্ষ টাকা।

প্রত্যাশাঃ ১৬/১১/২০১১ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর থেকে জয়িতার কার্যক্রম আশাব্যঞ্জক । আশা করা যায় দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিপণন এবং বাজারজাতকরনের লক্ষ্যে একটি নারী উদ্যোক্তা বান্ধব অবকাঠামো গড়ে তুলতে জয়িতা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা ও আর্থিক সহায়তার জন্য IFIC ব্যাংক কর্তৃক ঋণ প্রদান করা হচ্ছে।

 

(২) স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান বিতরণ

পটভূমিঃ   ১৯৬১ সনের ৪৬নং অর্ডিন্যান্স অনুযায়ী স্বেচছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠানসমূহের রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করা হয়। এ অর্ডিন্যান্স অনুযায়ী শুরু হতে সমাজকল্যাণ অধিদপ্তর মহিলা সমাজকল্যাণ প্রতিষ্ঠান সমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রণ করেছে । ১৯৭৮ সনের ৫ই এপ্রিল বিজ্ঞপ্তি নং পি-এস/মবি-৪৬৫/৭৭-২৪০-১৯৬১ এর প্রেক্ষিতে মহিলা স্বেচছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিষ্ট্রিকরণ ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (১৯৬১ সালের ৪৬ নং অধ্যাদেশ) এর ক্ষমতাবলে মহিলা বিষয়ক অধিদপ্তর শুধুমাত্র মহিলাদের দ্বারা গঠিত মহিলাদের জন্য স্বেচছাসেবী মহিলা প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধন, নিয়ন্ত্রণ এবং সমিতিসমূহের মধ্যে বার্ষিক অনুদান বিতরণ করে আসছে। স্মারক নং- সকমবিম/শা-মবি-১/৬ (৪)/৮৯/৬১,তাং- ৩০/৪/৮৯  আদেশ বলে ১৯৮৯ সাল হতে ৬৪ জেলার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় (বর্তমানে উপপরিচালকের কার্যালয়) থেকে সমিতি রেজিষ্ট্রেশন দেয়া হচ্ছে। এছাড়া অনলাইনে সমিতি নিবন্ধনের জন্য একটি সফটওয়ার প্রস্তুত করা হয়েছে। উক্ত সফটওয়ারে cboreg.dwa.gov.bd এই লিংকে লগ ইন করে অনলাইনে সমিতি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ৬৪ জেলার উপপরিচালকগণের মাধ্যমে স্বেচছাসেবী মহিলা সমিতি নিবন্ধন করা হয়। সমগ্র বাংলাদেশে বর্তমানে  নিবন্ধিত সমিতির সংখ্যা প্রায় ২০১৭৪টি  ।

অনুদান প্রদানঃ দেশের আর্থিক সঙ্গতিহীন কর্মক্ষম মহিলাদের আয়বর্ধণমূলক উন্নয়ন কর্মকান্ডে অধিক সংখ্যায় অংশগ্রহণ ও তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধনকৃত মহিলা সমিতি সমূহের মধ্যে বৎসরিক অনুদান বিতরণ করা হয়ে থাকে।

অনুদান প্রদানের উদ্দেশ্য:

(ক)     আর্থিক সাহায্যের মাধ্যমে আর্থিক সঙ্গতিহীন কর্মক্ষম মহিলাদেরকে উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত ও

           তাদের  আত্ননির্ভরশীল করা;

         (খ)      নিবন্ধনকৃত মহিলা স্বেচছাসেবী  প্রতিষ্ঠান/সংস্থাকে অনুদানের মাধ্যমে দুঃস্থ, স্বামী পরিত্যক্তা, বিধবা,

           অবিবাহিতা ও প্রতিবন্ধী মহিলাদের উন্নয়ন তথা পরিবার ও সমাজের উন্নয়ন সাধন করা ;

(গ)     সহানীয় মহিলাদের সংগঠিত করে প্রতিষ্ঠান/সংসহা গঠনের মাধ্যমে একত্রে দলগতভাবে কাজ করতে

           উৎসাহিত করা;

              (ঘ)     অনুদানের অর্থের মাধ্যমে সদস্যদেরকে বিভিন্ন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা এবং  

          সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান। এতে মহিলাদের একদিকে আত্মর্নির্ভরশীল করা সম্ভব অন্য দিকে 

          সামাজিক কর্মকান্ডের বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন এবং সমাজে  মর্যাদা

          সহকারে সুন্দরভাবে বসবাসে অধিক সহায়তা করা।

(ঘ)     ঘূর্ণায়মান ঋণ তহবিল হিসাবে ঋণ বিতরণের লক্ষ্যে বিশেষ অনুদান প্রদান করা;

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি এবং সমিতির মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরের অনুদান বিতরণ সংক্রান্তঃ  মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোকে অনুদান প্রদান কার্যক্রম পশ্চাদপদ নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে অনুদান বিতরণ কার্যক্রম সফলভাবে  দরিদ্র নারীদের কল্যাণে অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় ২০২০-২০২১ অর্থ বছরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে নিম্নে বর্ণিত অনুদান প্রদান করা হয়েছে।

সাধারণ অনুদানঃ   ২০২০-২০২১ অর্থ বছরে ৩৫১৭টি সমিতিকে নিম্নবর্ণিত হারে ১০,৬৯,২৫,০০০/- (দশ কোটি উনসত্তর লক্ষ পঁচিশ হাজার)টাকা সাধারণ অনুদান বিতরণ করা হয়েছে।

 

শ্রেণীর ধরণ

টাকার হার

সমিতির সংখ্যা

টাকার পরিমান

ক   শ্রেণীভূক্ত সমিতি

৪০,০০০/-

০০টি (৮০০X ৪০,০০০)

৩,০,০০,০০০/-

খ   শ্রেণীভূক্ত সমিতি

৩০,০০০/-

০০টি  (১০০X৩০,০০০)

৩,০,০০,০০০/-

গ   শ্রেণীভূক্ত সমিতি

২৫,০০০/-

৫১৭টি  (১৫১৭X ২৫,০০০)

৩,৭৯,২৫,০০০/-

                                                  মোট

৫১৭টি সমিতি

১০,৬৯,২৫,০০০/-

 

বিশেষ অনুদানঃ    ২০২০-২০২১ অর্থ বছরে ১২৮ টি সমিতিকে ৫০,০০০/- টাকা হারে (১২৮ X ৫০,০০০/-) =৬৪,০০,০০০/- (চৌষট্টি লক্ষ) টাকা বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাধীন অনুদানঃ  ২০২০-২০২১অর্থ বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক ১৩৫টি সমিতির অনুকূলে স্বেচ্ছাধীন অনুদান হিসাবে ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা বিতরণ করা হয়েছে।

 

(৩) বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র, অঙ্গনা

ভুমিকা: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।  দেশের টেকসই সার্বিক উন্নয়নের অন্যতম অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে নারী উন্নয়ন।  জাতীয় উন্নয়নের মূলস্রোতধারায় নারীকে সম্পৃক্তকরন  ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহনের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন  নিবন্ধীত  মহিলা সমিতিসমূহের/ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারজাত করন ও বিক্রয়ের সহায়তা করার মাধ্যমে তাদের স্বাবলম্বী  ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র “অঙ্গনা” প্রতিষ্ঠিত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য :

  1. নারী উদ্যোক্তা তৈরি করা ও ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত পন্য বাজারজাত ও বিক্রয়ের সহায়তা করার মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।
  2. অঙ্গনার মাধ্যমে সারা দেশব্যপী নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  3. অঙ্গনার মাধ্যমে নারীরা আয়বর্ধক কাজে সম্পৃক্ত হলে নারী ও পুরুষের বৈষম্য হ্রাস পাবে এবং নারীর ক্ষমতায়ন ও দেশের দারিদ্র বিমোচন হবে।

অঙ্গনায় যা পাওয়া যাচ্ছেঃ অঙ্গনায় উন্নত মানের বিভিন্ন রকম বেডকভার, নকশী কাঁথা, হাতে কাজ করা শাড়ী, কাজ করা থ্রীপিস, সাধারণ শাড়ী, পেটিকোট, ব্লাউজ, বিভিন্ন ডিজাইনের নানা সাইজের ব্যাগ, পার্স, তোয়ালে, বেবী তোয়ালে, নিউবর্ণ জামা, নেপী, বেবী কাঁথা, লন্ড্রি ব্যাগ, বিভিন্ন ডিজাইনের কুশন কভার, ক্রশের টেবিল ম্যাট, রুটির ঝুড়ি, আয়রন কভার, কিচেন এপ্রোন ইত্যাদি যুগোপযোগী মালামাল পাওয়া যায়।

মালামাল সংগ্রহ:

  1. মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলা/উপজেলা কার্যালয় এর প্রশিক্ষনপ্রাপ্ত মহিলাদের তৈরীকৃত মানসম্মত যুগোপযোগী দ্রব্যাদি।
  2. মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতির সদস্যদের  তৈরীকৃত মানসম্মত দ্রব্যাদি।
  3. মহিলা উদ্যোক্তাদের স্ব-কর্মসংস্থানের জন্য ব্যক্তিগত উদ্যোগে তৈরীকৃত মানসম্মত দ্রব্যাদি।

মূল্য নির্ধারন ও বিক্রয়: যাচাই বাছাই কমিটিকর্তৃক যে সব দ্রব্যাদি গ্রহনের জন্য সুপারিশ করা হয় শুধুমাত্র সেই সব দ্রব্যের ক্রয় মূল্যের সাথে ৫% মুনাফা যোগ করে দ্রব্যাদির বিক্রয় মূল্য নির্ধারন করা হয়।

  1. মালামাল পাকা রশিদের মাধ্যমে বিক্রয় করা হয়।
  2. মালামাল একদরে বিক্রয় করা হয়, বিক্রিত মাল ফেরৎ নেয়া হয় না।
  3. অঙ্গনার বিক্রয়বাবদ প্রাপ্ত অর্থ নির্দিষ্ট নিয়মে ব্যাংকের  হিসাবদ্বয়ে জমা দেয়া হয়।

বিল পরিশোধ: অঙ্গনার মাধ্যমে বিক্রয়কৃত মালামালের বিল অঙ্গনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,  অতিরিক্ত পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সহকারী পরিচালক (মার্কেটিং) এর যৌথ স্বাক্ষরে অঙ্গনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাব হতে A/C Payee চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/সমিতি/ব্যক্তিকে পরিশোধ করা হয়। মুনাফার অর্থ প্রতি অর্থবছর শেষে সরকারী কোষাগার বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া  হয়।

২০২০-২০২১ অর্থ বছরে অঙ্গনার আর্থিক অবস্থাঃ

  1. ২০২০-২০২১ অর্থ বছরে অঙ্গনার মাধ্যমে মহিলা উদ্যোক্তাদের সরবরাহকৃত ৬,৪৫,১২৫/- (ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার একশত পঁচিশ) টাকার মালামাল বিক্রয় করা  হয়েছে ।
  2. ২০২০-২০২১ অর্থ বছরে অঙ্গনার মাধ্যমে বিক্রয়কৃত অর্থের ৫% মুনাফা  ৩১,৭৬৬/০১ (একত্রিশ হাজার সাতশত ছেষট্টি টাকা এক পয়সা ) টাকা  অর্থবছর শেষে চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
  3. ২০২০-২০২১ অর্থ বছরে অঙ্গনার মাধ্যমে উদ্যোক্তাদের সরবরাহকৃত মালামালের বিল বাবদ ৮,৫১,৬৫৫/-(আট লক্ষ একান্ন হাজার ছয়শত পঞ্চান্ন)  টাকার চেক উদ্যোক্তাদের বিতরণ করা হয়েছে।

অঙ্গনার সাফল্য: মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র অঙ্গনার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাগন তাদের তৈরিকৃত মালামাল সরবরাহ করে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল  হচ্ছে।  অঙ্গনার মাধ্যমে প্রতিবছর নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে।  এভাবেই অঙ্গনা সরাসরি নারী উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ও সরকারের বার্ষিক আয়ে সম্পৃক্ত হচ্ছে।

 

(৪) দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি(Vulnerable Group Development (VGD) Programme)

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নির্দেশনায় ১৯৭৪ সালের ৩ অক্টোবর বিশ্বখাদ্য কর্মসূচি ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দরিদ্র মানুষের খাদ্য সহায়তা (রিলিফ) প্রদানের জন্য এ কার্যক্রম শুরু হয়।
  • পরবর্তীতে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) হিসেবে কর্মসূচি গ্রহণ করা হয়।
  • ১৯৮৮ সালে ভিজিডি কার্যক্রমে প্রশিক্ষণ উন্নয়ন সেবা অন্তর্ভুক্ত করে খাদ্য সহায়তা/ রিলিফ থেকে উন্নয়ন কার্যক্রমে উন্নীত করা হয়।
  •  উপকারভোগী শতভাগ মহিলা হওয়ায় ১৯৯৬ সালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় হতে এ কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়।
  • ১৯৭৪ থেকে ২০১০ পর্যন্ত বিশ্বখাদ্য কর্মসূচি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কর্মসূচিটি পরিচালিত হয়।
  • ২০১০-এর অক্টোবর থেকে বাংলাদেশ সরকারের একক অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর মাধ্যমে ভিজিডি কার্যক্রম পরিচালিত হচ্ছে।   

     ২০২১-২০২২ অর্থবছরে বাজেট (সংশোধিত): (হিসাব লক্ষ টাকায়)

  • খাদ্য (ত্রাণ): ১৭২১৬৬.৯৪  
  • পরিবহণ: ২৮৯৫.০৪
  • প্রশিক্ষণ: ৪২৫০.০০
  • ব্যবস্থাপনা ও অন্যান্য: ৪৫৩৪.৬৯
  • সর্বমোট বাজেট বরাদ্দ: ১৮৩৮৪৬.৬৭  

    উপকারভোগী নির্বাচন পদ্ধতি:

  • বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভিজিডি কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। চলমান ২ বৎসরমেয়াদী ভিজিডি চক্র (২০২১-২০২২) ১ জানুয়ারী/২০২১ হতে শুরু হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বর/২০২২-এ শেষ হবে। মাঠ পর্যায়ে প্রেরিত পরিপত্র অনুসরণপূর্বক ২০২১-২০২২ ভিজিডি চক্রের ১০,৪০,০০০ (দশ লক্ষ চল্লিশ হাজার) ভিজিডি উপকারভোগী বাছাই/নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে, ভিজিডি পাওয়ার জন্য আগ্রহী মহিলাদের প্রাথমিক আবেদন ফরম (ছক-১) এনজিও প্রতিনিধি/ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সহযোগিতায়/ a2i-এর একসেবা/ My Gov/৩৩৩ টেলিফোন নম্বর, জাতীয় মহিলা সংস্থার তথ্য আপার মাধ্যমে কিংবা আবেদনকারী মহিলার স্ব-উদ্যোগে যে-কোন স্থান হতে অনলাইনে পূরণ করার সুযোগ রাখা হয়। ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকারভোগী বাছাই/নির্বাচন কার্য ভিজিডি ওয়েব বেইজড সফটওয়্যারের (dwavgd.gov.bd) মাধ্যমে সম্পন্ন হয়। সারাদেশের ১০,৪০,০০০ (দশ লক্ষ চল্লিশ হাজার) ভিজিডি উপকারভোগী নির্বাচনের জন্য উপকারভোগীর আবেদনপত্র গ্রহণ, পর্যায়ক্রমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয়।  এক্ষেত্রে উপকারভোগীদের NID প্রদান ছিলো বাধ্যতামূলক।

খাদ্য বিতরণ পদ্ধতি:

  • ভিজিডি উপকারভোগীগণ ২ বৎসর বা ২৪ (চব্বিশ) মাসব্যাপী চক্রে প্রতি মাসে ৩০ কেজি হারে চাল/পুষ্টিচাল প্রাপ্ত হবেন।
  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে খাদ্য বিতরণের সরকারী মঞ্জুরী আদেশ (GO) জারীর পর মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে খাদ্য বরাদ্দ আদেশ (AO) জারী করে।
  •  খাদ্য বরাদ্দ আদেশ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অনুকূলে ডিও জারীর পর চেয়ারম্যান স্থানীয় খাদ্য গুদাম হতে খাদ্য উত্তোলনপূর্বক ইউনিয়ন পরিষদে ভিজিডি মহিলাদের মধ্যে পূর্ব নির্ধারিত তারিখে খাদ্য বিতরণ করবে।

প্রশিক্ষণ কার্যক্রম:

  • ভিজিডি উপকারভোগী মহিলাদের খাদ্য সহায়তার পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও’র মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। চলমান ২০২১-২০২২ ভিজিডি চক্রে এনজিও নির্বাচনের কাজ সম্পন্নপূর্বক ৩৪৮টি এনজিও’র সাথে চুক্তি সম্পাদন কার্য সম্পন্ন হয়েছে এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। খাদ্য সহায়তার পাশাপাশি জীবন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং  আয় বৃদ্ধি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের ফলে উপকারভোগীদের আচরণগত পরিবর্তন ঘটছে এবং নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে।
  • জীবন দক্ষতা প্রশিক্ষণ: চুক্তিবদ্ধ এনজিও কর্তৃক উপকারভোগী মহিলাদের ভিজিডি কর্মসূচি, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, মা ও শিশুর স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, নারীর ক্ষমতায়ন, এইচআইভি/এইডস এবং মাদক ও তামাকজাত দ্রব্যের প্রভাব এবং এর প্রতিরোধ বিষয়ে ০৫টি মডিউলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
  • আয়বর্ধনমূলক প্রশিক্ষন: চুক্তিবদ্ধ এনজিও’র মাধ্যমে ভিজিডি মহিলাদের হাঁস মুরগী পালন, বাড়ীর পাশে সবজি চাষ,গরু- ছাগল পালন,উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • সঞ্চয় ব্যবস্থাপনা: উপকারভোগীগণ সঞ্চয় ব্যবস্থাপনার আওতায় মাসে নিজ একাউন্টে ২০০/- (দুইশত) সঞ্চয় জমা করে থাকে, যা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রারম্ভিক মূলধন গঠন হিসেবে কাজ করে। 

  ভিজিডি কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ:

  • কার্যক্রম: ভিজিডি উপকারভোগী মহিলাদের মাসিক ৩০ কেজি প্যাকেটজাত খাদ্য (চাল) এবং এবং আয়বর্ধক ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান (১০০ ভাগ মহিলা)।
  • ভিজিডি চক্র: ২ (দুই) বৎসর মেয়াদী
  • কর্মএলাকা: ৪৯২টি উপজেলার ৪৫৭২টি ইউনিয়ন (সমগ্র বাংলাদেশ)
  • উপকারভোগীর সংখ্যা: চলমান ২০২১-২০২২ ভিজিডি চক্রে উপকারভোগীর সংখ্যা ১০,৪০,০০০ হাজার।
  • ক্রমপুঞ্জিভূত উপকারভোগী: ৮১,৮০,০০০ (একাশি লক্ষ আশি হাজার)।
  • চলমান চক্র: জানুয়ারী ২০২১ হতে ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
  • প্রশিক্ষণ কার্য পরিচালনার নিমিত্তে চলমান ভিজিডি চক্রে এনজিও’র সংখ্যা ৩৪৮টি।

ভিজিডি কর্মসূচির আওতায় রাইস ফর্টিফিকেশন কার্যক্রম:  

  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্বখাদ্য কর্মসূচির কারিগরী সহযোগিতায় জুন/২০১৩ হতে সর্বপ্রথম কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভিজিডি কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে পাইলট প্রোগ্রাম হিসেবে রাইস ফর্টিফিকেশন কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের মাধ্যমে ভিজিডি উপকারভোগী মহিলাদের পুষ্টির অভাব দূর করার লক্ষ্যে সাধারণ চালের সাথে ৬টি মাইক্রো নিউট্রিয়েন্ট (ভিটামিন A, B1, B12, আয়রন, ফলিক এসিড, জিংক) মিশ্রণপূর্বক পুষ্টিচাল প্রস্তত করে (ফর্টিফাইড রাইস) বর্তমানে ১৮৯টি উপজেলায় (সরকারিভাবে ১৭০টি এবং বিশ্বখাদ্য কর্মসূচির সহযোগিতায় ১৯টি) বিতরণ করা হচ্ছে। রাইস ফর্টিফিকেশন কার্যক্রমের মাধ্যমে ভিজিডি কার্ডধারী মহিলার পরিবারসমূহের সদস্যবৃন্দ তথা মহিলা, শিশু ও বয়স্কদের অভাবজনিত অপুষ্টির উপাদানের পরিমাণ কমে আসবে। 

পুষ্টিচাল বিতরণ সম্পর্কিত তথ্য নিম্নরূপ:

  • পুষ্টিচাল বিতরণ শুরু : ২০১৩ সাল (কুড়িগ্রামের সদর উপজেলা)
  • উপজেলার সংখ্যা (জুন/২০২২ পর্যন্ত) : ১৮৯টি (সরকারীভাবে ১৭০টি এবং বিশ্বখাদ্য কর্মসূচির সহযোগিতায় ১৯টি)
  • ১৭০টি উপজেলায় উপকারভোগীর সংখ্যা: ৪,০০,৩৭৯ জন।
  • ১৯টি উপজেলায় (WFP) উপকারভোগীর সংখ্যা: ৩১,৬১০ জন।
  • সর্বমোট (১৮৯টি উপজেলা) উপকারভোগীর সংখ্যা : ৪,৩১,৯৮৯ জন।
  • সর্বমোট খাদ্যের পরিমাণ : ১৫৭০৭১.২০ মে: টন (প্রতি উপকারভোগী  ৩০.৩০ কেজি হারে ১ বছরের)

কার্যক্রমের সার্বিক অর্জন/ প্রভাব: প্রতিটি ২(দুই) বছর মেয়াদী ভিজিডি চক্রে প্রত্যেক উপকারভোগী মহিলাকে মাসিক ৩০ কেজি খাদ্য সহায়তার পাশাপাশি উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় নির্বাচিত এনজিও’র মাধ্যমে সামাজিক সচেতনতা, আয়বর্ধক ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ  প্রদান করা হচ্ছে। চক্র সমাপ্তির পর প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের আয় বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করে আত্ম-কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। যা সরকারের দারিদ্র  দূরীকরন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখছে।

 

(৫) সেলাই মেশিন বিতরণ

নিবন্ধনকৃত  মহিলা  সমিতি, দুঃস্থ ও প্রশিক্ষিত নারীদের আয়বর্ধক কর্মকান্ডে সহায়তার উদ্দেশ্যে প্রতি বছর  সংশ্লিষ্ট  নীতিমালার আলোকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ সংক্রান্ত বিবরণ

ক্রঃ নং

বিবরণ

মোট পরিমাণ

এ পর্যন্ত বিতরণ

অবশিষ্ট

মন্তব্য

পুরাতন ভালমেশিন

২৫৫

২৫৫

-

পুরাতন সামান্য ত্রুটি

২১৬

১৪৬

৭০

-

২০০৯-২০১০অর্থ বছর

৯৬১

৭০০

২৬১

-

২০১০-২০১১

১৯৮০

৩০০

১৬৮০

-

 

মোট=

৩৪১২

১৪০১

২০১১

 

নতুন ক্রয় ২০১১-২০১২ অর্থ বছর

৩০০১

১৩৫৬

১৬৪৫

 

 

 

(৬) মা ও শিশূ সহায়তা কর্মসূচি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা" এবং "শহর অঞ্চলের ল্যাকটেটিং ভাতা" উন্নত সংস্করণ "মা ও শিশু সহায়তা কর্মসূচি"। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ০ থেকে ৪ বছরের শিশুর পুষ্টিমান উন্নয়ন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এই কর্মসূচী পরিকল্পনা করা হয়েছে।

কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে কর্মসূচির উদ্দেশ্য এবং শিশুদের প্রথম ১০০০ দিনের পুষ্টির গুরুত্ব সম্পর্কে তথ্য প্রদান করা হয়। গর্ভবতী মহিলারা কর্মসূচীতে অন্তর্ভুক্তির জন্য স্বপ্রণোদিত হয়ে তাদের জাতিয় পরিচয়পত্র, এ এন সি কার্ড এবং পছন্দের অ্যাকাউন্ট তথ্যসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবে। এই কর্মসূচিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) এর মাধ্যমে পরিচালিত হয়।

প্রতিমাসে নির্দিষ্ট কমিটি চূড়ান্ত যাচাই বাছাই এর মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হয় এবং G2P (Government to Person) পদ্ধতিতে ভাতা প্রদান করা হয়। গর্ভাবস্থায় এবং নবজাতকের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে গর্ভাবতী ও দুগ্ধদানকারী মা প্রতিমাসে ৮০০ টাকা হারে ভাতা পেয়ে থাকেন যা তাদের অতিরিক্ত খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে করতে সহায়তা করে।ভাতা প্রদানের পাশাপাশি গর্ভাবতী মা ও শিশুর পুষ্টি, নিরাপদ প্রসব ও গর্ভাবতী মা এবং তার পরিবারের সদস্যদের (শাশুড়ি/স্বামী/মা/ননদ) পুষ্টি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের আনয়নের জন্য উঠান বৈঠকের মাধ্যমে Behavior Change Communication (BCC) প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এবং এই প্রশিক্ষণটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত। গর্ভাকালীন সময় থেকে শিশুর ৪ বছর পর্যন্ত শিশুর যত্ন গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময়ে পুষ্টির জন্য অতিরিক্ত খাবার গ্রহনে প্রতিমাসে মায়ের অ্যাকাউন্টে ভাতার অর্থ হস্তান্তর করা হয়। প্রতি মাসে ভাতার অর্থ প্রদানের ফলে পরিবার গুলো তাদের পুষ্টিকর খাদ্যাবাস গড়ে তুলতে সক্ষম হবে এবং স্বাস্থ্য সেবা গ্রহণ নিশ্চিত হবে। পুষ্টি সম্পর্কিত দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের প্রশিক্ষনের মাধ্যমে সারাদেশে কৃশকায় ও খর্বকায় শিশুর জন্মের হার হ্রাস করার দীর্ঘমেয়াদী ফল হিসেবে প্রসবপূর্ব যত্ন এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী এই কর্মসূচী বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করেছে। এর মাধ্যমে বর্তমানে ২০০০০০(দুই লক্ষ) সুবিধা ভোগী অন্তর্ভুক্ত করা হয়েছে যারা মাসিক ভিত্তিতে ভাতা সুবিধা পাচ্ছে।

জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল পত্রের দ্বিতীয় ধাপ (২০২১-২০২৬) এর কর্ম পরিকল্পনা অনুসারে ২০২৫-২০২৬ অর্থ বছরে ৬ মিলিয়ন শিশুকে এই কর্মসূচীর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon